Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

রোহিতদের অনুশীলনে সমর্থকদের ‘অভব্যতা’

রোহিতদের অনুশীলনে সমর্থকদের ‘অভব্যতা’

Published on: Published on 2024-12-04 08:53 PM

Share on:

অস্ট্রেলিয়ায় ভারতীয় দলের অনুশীলনে লজ্জার ছবি। ক্রিকেটারদের সঙ্গে ‘অভব্যতা’ সমর্থকদের। যার জেরে শেষ পর্যন্ত অনুশীলনে সমর্থকদের নিষিদ্ধ করে দিল বিসিসিআই।মঙ্গলবার অ্যাডিলেডে ‘খোলা মাঠে’ অনুশীলন করেছেন রোহিতরা। অর্থাৎ অনুশীলনে অবাধ প্রবেশ ছিল সমর্থকদের। অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও একই নিয়ম ছিল। শেষে দেখা যায়, অজিদের অনুশীলনে সমর্থকদের বিশেষ আগ্রহ না থাকলেও ভারতীয় অনুশীলন ভিড় উপচে পড়েছে। কামিন্সদের প্রস্তুতি দেখতে যেখানে মোটে জনা ৭০ লোক জড়ো হয়েছিলেন, সেখানে রোহিতদের অনুশীলনে সমর্থক ছিলেন হাজার তিনেক। এতদূর পর্যন্ত সব ঠিকই ছিল। সমস্যা তৈরি হয় অতি উৎসাহী সমর্থকরা হল্লা শুরু করতেই।ভারতীয় শিবির সূত্রের খবর, সমর্থকরা অনুশীলনের সময় ক্রিকেটারদের বিব্রত করেছেন। কাউকে কাউকে রীতিমতো লাঞ্ছিত করা হয়েছে। কারও শরীরের গড়ন নিয়ে কটাক্ষ ছুটে এসেছে সমর্থকদের মধ্যে থেকে। পন্থ-রোহিতদের উদ্দেশে উড়ে এসেছে ছক্কা হাঁকানোর আবদার। ফলে অনুশীলনে মনসংযোগ করতে বেশ সমস্যা হয়েছে রোহিতদের। বোর্ডের এক সূত্র বলছে, সমর্থকদের চাপে বিরাট কোহলি-শুভমান গিলরা রীতিমতো কঠিন পরিস্থিতিতে পড়ে গিয়েছিলেন। অন্য একজন ক্রিকেটারের শরীরের গড়ন নিয়ে টিটকিরি দেওয়া হয়েছে।”বিসিসিআই সূত্র বলছে, অনুশীলনে সমর্থকদের ওই অভব্যতার পরই ভারতীয় বোর্ডের তরফে ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে অভিযোগ জানানো হয়। বিসিসিআইয়ের অনুরোধের পর ক্রিকেট অস্ট্রেলিয়া ভারতীয় দলের অনুশীলনে সমর্থক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। আর কোনও টেস্টেই অনুশীলনের সময় অবাধে প্রবেশ করতে পারবেন না সমর্থকরা। এমনকী সিডনি টেস্টের আগে যে ফ্যান’স ডে’র আয়োজন করা হয়েছিল, সেটাও বাতিল করা হচ্ছে।

TOP RELATED