Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

ওপেনিংয়ে ফিরছেন রোহিত

ওপেনিংয়ে ফিরছেন রোহিত

Published on: Published on 2024-12-25 07:22 PM

Share on:

পরীক্ষানিরীক্ষা ব্যর্থ! বক্সিং ডে টেস্টে ভারতীয় দল ফিরতে পারে পুরনো ফর্মুলায়। সূত্রের খবর, শেষ দুই টেস্টে ৬ নম্বরে খেলে বিফল হওয়ার পর মেলবোর্নে ফের ওপেনিংয়ে ফিরতে পারেন অধিনায়ক রোহিত শর্মা। এ ছাড়াও দলে একাধিক বদল আসার সম্ভাবনা রয়েছে।সন্তান জন্মের জন্য বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম ম্যাচে ছিলেন না রোহিত। তাঁর জায়গায় ওপেন করতে এসে দুর্দান্ত ইনিংস খেলেন কে এল রাহুল। প্রথম টেস্টে বেশ ঝকঝকে মনে হয়েছিল রাহুল-জয়সওয়াল জুটিকে। ফলে রোহিত ফেরার পরও সেই ওপেনিং জুটিতে আর হস্তক্ষেপ করা হয়নি। রোহিত ওপেনিং স্লটে ফেরেননি। তিনি অ্যাডিলেড এবং ব্রিসবেনে ব্যাট করতে নামেন ৬ নম্বরে। কিন্তু দুই টেস্টেই চূড়ান্ত ব্যর্থ হন ভারত অধিনায়ক। শোনা যাচ্ছে, মেলবোর্নে তিনি ফিরছেন পছন্দের ওপেনিং স্লটে। টিম ম্যানেজমেন্ট মনে করছে, রোহিতকে ৬ নম্বরে ব্যাট করানো অর্থহীন।রোহিত ওপেন করতে এলে ফের ওপেনিং স্লট ছাড়তে হবে কেএল রাহুলকে। অবশ্য রাহুলকে খুব একটা নিচে ব্যাট করতে হবে না। তাঁকে পাঠানো হতে পারে ৩ নম্বরে। ৩ নম্বরে আবার খেলেন শুভমান গিল। কিন্তু সাম্প্রতিক অতীতে বিদেশের মাটিতে গিলের ফর্ম একেবারেই পাতে দেওয়ার মতো নয়। ২০২১ সালের পর বিদেশের মাটিতে টেস্টে হাফ সেঞ্চুরিও নেই ভারতীয় দলের উদীয়মান তারকার। সেক্ষেত্রে মেলবোর্নে আদৌ গিল প্রথম একাদশে থাকবেন কিনা সংশয় আছে।ভারতীয় শিবির সূত্রের খবর, মেলবোর্নে দুই স্পিনার খেলানো হতে পারে। আসলে এই মুহূর্তে মেলবোর্নে খটখটে রোদ। প্রথম দু-তিন দিন সামান্য বৃষ্টির পূর্বাভাস থাকলেও ম্যাচের বেশিরভাগ সময় চড়া রোদ থাকার কথা। তার উপর পিচে ৬ মিলিমিটার ঘাস রয়েছে। সেই ঘাস শুকিয়ে গেলে শেষদিকে স্পিনাররা সাহায্য পেতে পারে। টিম ইন্ডিয়া দুই স্পিনারের ফর্মুলায় গেলে গিল বা নীতীশ কুমার রেড্ডির বদলে দলে ঢুকবেন ওয়াশিংটন সুন্দর। চলতি সিরিজে ফর্মের বিচারে নীতীশ গিলের থেকে অনেকটাই এগিয়ে। ফলে নিতান্তই যদি সুন্দরকে খেলাতে হয়, সেক্ষেত্রে গিল বাদ পড়ার সম্ভাবনা বেশি। গিল বাদ পড়লে রাহুল খেলবেন ৩ নম্বরে। তবে সবটাই চূড়ান্ত হবে বৃহস্পতিবার সকালে আবহাওয়া এবং পিচের পরিস্থিতি দেখে। 

TOP RELATED