Last Update
কোপায় প্যারাগুয়েকে বিধ্বস্ত করল ব্রাজিল
ড্র দিয়ে কোপা অভিযান শুরু করেছিল ব্রাজিল। কোস্টারিকার সঙ্গে প্রথম ম্যাচ গোলশূন্য ভাবে শেষ করেছিলেন ভিনিসিয়াস জুনিয়ররা। দ্বিতীয় ম্যাচে স্বমেজাজে ফিরল ব্রাজিল। শনিবার ব্রাজিল ৪-১ গোলে প্যারাগুয়েকে বিধ্বস্ত করল। ব্রাজিলের হয়ে জোড়া গোল ভিনিসিয়াস জুনিয়রের। স্যাভিও ও পাকুয়েতা অপর দুটি গোল করেন সেলেকাওদের হয়ে। প্যারাগুয়ের হয়ে সান্ত্বনা গোলটি করেন ওমার।
TOP RELATED