Last Update
অবশেষে বাংলায় অমিত শাহের খেলা শুরু!
এতদিন এই রাজ্যের পুলিশের বিরুদ্ধে বহু অভিযোগ ছিল। কিন্তু সেভাবে কেন্দ্রের কাছে দরবার করলেও, তারা সেরকম কোনো পদক্ষেপ নেয়নি, যার ফলে খুশি হতে পারে বাংলার মানুষ। কিন্তু এবার কি কেন্দ্রের হুঁশ ফিরেছে? এবার কিছুটা হলেও কি তারা রাজ্যপালের অভিযোগের পর পদক্ষেপ নিতে শুরু করেছে এই রাজ্যের ফ্যাসিস্ট পুলিশের বিরুদ্ধে?
বিশেষ সূত্র মারফত কিন্তু তেমনটাই খবর পাওয়া যাচ্ছে।
প্রসঙ্গত, বেশ কিছুদিন আগেই কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ডেপুটি পুলিশ কমিশনার ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যপাল পদকে কলঙ্কিত করার অভিযোগ এনেছিলেন স্বয়ং রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এমনকি এই ব্যাপারে কেন্দ্রের কাছেও লিখেছিলেন তিনি। আর তার পরিপ্রেক্ষিতেই একটি সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে, কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে এই দুই পুলিশকর্তার বিরুদ্ধে নেওয়া হচ্ছে অ্যাকশন।
স্বাভাবিকভাবেই যদি এটা বাস্তব হয়, তাহলে কিন্তু তা অত্যন্ত খুশির খবর হতে চলেছে রাজ্যের বিরোধী শিবিরের কাছে। তবে কি সেই অ্যাকশন, আর সেই অ্যাকশনে কতটা কাবু হয় মমতার পুলিশ, সেদিকেই নজর থাকবে গোটা রাজনৈতিক মহলের।
TOP RELATED