Last Update
'আজকের বাজেট ৫ বছরের কার্যের দিশা ঠিক করবে'
সদে বাদল অধিবেশন শুরু হচ্ছে আজ থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাজেট অধিবেশনের আগে বললেন, 'আজ শ্রাবণের প্রথম সোমবার। এই পবিত্র দিবসে একটু গুরুত্বপূর্ণ অধিবেশনের শুরু হচ্ছে। আজ দেশবাসীকে অনেক শুভকামনা জানাচ্ছি। আজ সংসদে বাদল অধিবেশনেরও শুরু হচ্ছে। সংসদের এই অধিবেশন ইতিবাচক হোক ও দেশবাসীর স্বপ্নকে সিদ্ধ করার জন্য হোক।
৬০ বছর পর কোনও সরকার তৃতীয়বার সরকারে এসেছে ও বাজেট পেশ করছে। ভারতের গণতন্ত্রে অত্যন্ত গরিমার ঘটনা। আমি দেশবাসীকে যে সব গ্যারান্টি দিয়ে এসেছি, সেই সব গ্যারান্টিগুলিকে বাস্তব করার লক্ষ্যে আমরা এগোচ্ছি। এই বাজেট অমৃতকালের একটি গুরুত্বপূর্ণ বাজেট। আমাদের ৫ বছরের যে সুযোগ এসেছে, আজকের বাজেট ওই ৫ বছরের কার্যের দিশা ঠিক করবে ও এই বাজেট ২০৪৭ সাল, স্বাধীনতার ১০০ বছর পূর্তি হবে, সেই বছরের মধ্যে আমাদের বিকশিত ভারতের যে স্বপ্ন তা পূরণের দিশা দেখাবে।
TOP RELATED