Last Update
যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড
দাঁড়িয়ে থাকা বাসে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য!!ঘটনাটি ঘটেছে ধানবাদের নিরসা অঞ্চলের!!মাইথন থানার বিপরীতে ২ নং জাতীয় সড়কের পামি নামের হলুদ রঙের বাসে হঠাৎই আগুন লেগে যায়!! আগুনের তেজ এতটাই ভয়ানক ছিল যে বাস হু হু করে জ্বলে যায়!!ঘটনার জেরে এলাকায় উৎসুক মানুষের ভীড় জমে যায়!!ওই বাসটি বিগত কয়েক মাস ধরেই টোল প্লাজার কাছে দাঁড়িয়ে ছিল!! সোমবার বিকালে আগুন লাগার ঘটনাটি ঘটে!! ঘটনাস্থলে মাইথন থানার পুলিশ পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্যে মাইথন থেকে দমকলের ইঞ্জিন ডেকে পাঠানো হয়! ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন !তবে বাসে আগুন লাগার বিষয়ে টোল প্লাজার সিসি ক্যামেরার ফুটেজ দেখা হচ্ছে কিভাবে আগুন লাগলো তার ক্ষতি দেখা হবে বলে পুলিশ সূত্রে জানা যায়!!
TOP RELATED