Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

কুলটিতে ভরদুপুরে চলল এলোপাথাড়ি গুলি, ‘খুন’ হল সুদ ব্যবসায়ী।

কুলটিতে ভরদুপুরে চলল এলোপাথাড়ি গুলি, ‘খুন’ হল সুদ ব্যবসায়ী।

Published on: Published on 2024-04-15 07:42 PM

Share on:

এক্সপ্রেস কলকাতা ডেস্ক: সামনেই আসছে ভোট। আর তার ঠিক আগে ফের শুটআউটের ঘটনা আসানসোলের কুলটিতে। ভরদুপুরে এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা এক সুদ ব্যবসায়ী। ঘটনার তদন্তে পুলিশ ৷আতঙ্কে গোটা এলাকা।


ঘটনাটি ঘটেছে আসানসোলের কুলটি থানার চিনাকুড়ি এলাকায়৷ প্রকাশ্য দিবালোকে অফিসে ঢুকে পরপর গুলি চালায় দুষ্কৃতী। অফিসটি একটি মাইক্রো ফিন্যান্স সংস্থার। সেই সংস্থার মালিককে উদ্দেশ্য করেই পরপর গুলি চালানো হয়। মৃত ব্যক্তির নাম উমাশঙ্কর চৌহান(51)৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। অফিসের কর্মীরা জানান, এক দুষ্কৃতী হঠাৎ এসে উমা শঙ্কর চৌহানকে পরপর কয়েক রাউন্ড গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সংস্থার মালিক উমাশঙ্কর চৌহানের। কিন্তু কে এই দুষ্কৃতী? কী কারনে এই খুন, ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ।

মে মাসের ১৩ তারিখ ভোটগ্রহণ আসানসোলে। তার আগে জোরকদমে চলছে প্রচার। এরই মধ্যে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, রবিবারই চেন্নাই থেকে ফেরেন তিনি। সোমবার কুলটির চিনাকুড়িতে ওই সংস্থার অফিসে ছিলেন উমাশংকর। তার সঙ্গে অফিসের আরও এক সঙ্গী ছিল রাজকুমার। উমাশঙ্কর চৌহানের ওই সঙ্গী তথা প্রত্যক্ষদর্শী রাজকুমার জানান, বেলা সাড়ে এগারোটা নাগাদ সেখানে এক ব্যক্তি একাই মুখে গামছা বেঁধে এসেছিলেন। তিনি জানান পেমেন্ট করতে এসেছেন। জনৈক রাহুল পাসওয়ানের বকেয়া টাকা নাকি তিনি মেটাতে এসেছেন। উমাশঙ্কর তখন ওই ব্যক্তিকে জানান তিনি কোনও রাহুল পাসওয়ানকে চেনেন না। এরপর ওই ব্যক্তি নিজের ফোন বের করে কিছুটা দূরে গিয়ে ফোন করতেও শুরু করেন কাউকে। ফোন রেখে পুনরায় ফিরে আসেন এবং উমাশঙ্কর চৌহানের অফিসের কাঁচের দরজার বাইরে থেকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন।

গুলির আঘাতে কাঁচের দরজা ভেঙে যায় এবং উমাশংকর রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন। সেখানেই প্রাণ যায় তাঁর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। সংস্থার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ ওই দুষ্কৃতীকে শনাক্ত করার চেষ্টা করছে। উল্লেখ্য, এর আগে গত অক্টোবর মাসে একইভাবে কুলটির চিনাকুড়িতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় আরেক সুদ কারবারির। শম্ভুনাথ পণ্ডিত খুনের মাত্র ৬ মাসের মাথায় ফের খুনের ঘটনায় আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে।

TOP RELATED