Last Update
প্রায় ৫ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করল কলকাতা হাইকোর্ট! কিন্তু কেন এই নির্দেশ? জেনে নিন
এক্সপ্রেস কলকাতা ডেস্ক: ভোটের মাঝে বড়ো ঘোষণা কলকাতা হাইকোর্টের। ২০১০ সালের পর তৈরি হওয়া সমস্ত OBC সার্টিফিকেট বাতিলের সিদ্ধান্ত। যার ফলস্বরূপ বাতিল হতে চলেছে প্রায় ৫ লক্ষ ওবিসি শংসাপত্র। কিন্তু হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত? জেনে নিন বিস্তারিত।
কলকাতা হাই কোর্টের নির্দেশ অনুযায়ী, ২০১০ সালের পরে তৈরি হওয়া সমস্ত ওবিসি তালিকা বাতিল। অর্থাৎ ২০১১ থেকে ২০২৪ সাল পর্যন্ত রাজ্যের দেওয়া সমস্ত সার্টিফিকেট বাতিল করে দেওয়া হয়েছে। কলকাতা হাই কোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থা বুধবার এই রায় ঘোষণা করেন। যদিও ২০১০ সালের আগের ঘোষিত ওবিসি শ্রেণিভুক্ত ব্যক্তিদের শংসাপত্র বৈধ। ২০১০ সালের আগে যে যে গোষ্ঠীগুলিকে ওবিসি শ্রেণীভুক্ত বলে ঘোষণা করা হয়েছিল সেগুলি বৈধ থাকছে।
কিন্তু কেন এই সিদ্ধান্ত? এই প্রসঙ্গে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দাবি, ২০১০ সাল পরবর্তী ওবিসি সার্টিফিকেট বৈধ নিয়ম মেনে ইস্যু করা হয়নি। তাই শংসাপত্র বাতিলের নির্দেশ। এই শংসাপত্র কাজে লাগিয়ে অনেকেই চাকরি পেয়েছেন। তবে শংসাপত্র বাতিলের ফলে নিয়োগ প্রক্রিয়ায় কোনও প্রভাব পড়বে না। বহাল থাকবে চাকরি।
হাই কোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন অ্যাক্ট ১৯৯৩ অনুযায়ী ওবিসিদের নতুন তালিকা তৈরি করতে হবে। সেই তালিকা বিধানসভায় পেশ করে চূড়ান্ত অনুমোদন নিতে হবে। তবে ২০১০ সালের আগে যে যে গোষ্ঠীগুলিকে ওবিসি শ্রেণিভুক্ত বলে ঘোষণা করা হয়েছে, সেগুলি বৈধ থাকছে বলেই জানায় হাই কোর্ট।
TOP RELATED