Last Update
গাড়ি চুরি করতে গিয়ে চালককেই পিষে দিল দুষ্কৃতী!
গাড়ি চুরি করতে এসে চালককেই পিষে দিল দুষ্কৃতী। মঙ্গলবার সাতসকালে ঘটনাটি ঘটেছে খাস কলকাতার জাকারিয়া স্ট্রিটে। এই ঘটনায় ইতিমধ্যে চালককে গ্রেপ্তার করা হয়েছে। অনিচ্ছাকৃত খুনের অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয় পুলিশ সূত্রে খবর, মৃতের নাম মহম্মদ ফিরোজ (৫২)। ট্যাক্সি চালান। এদিন সকালে জাকারিয়া স্ট্রিট পুলিশ স্টেশন এলাকায় রাজস্থান গেস্ট হাউসের সামনে গাড়ি ধোয়ামোছা করছিলেন। সেই সময় গাড়ির ভিতরে চাবি রেখে চলে যান তিনি। সেই সুযোগে এক ব্যক্তি গাড়ি চুরির চেষ্টা করে। গাড়িতে উঠে চালকের আসনে বসে পড়েন। গাড়ি চালিয়ে দেন। গাড়ি আটকাতে ছুটে আসেন চালক।
টাল সামলাতে না পেরে ফিরোজকে নিয়ে ল্যাম্পপোস্টে ধাক্কা মারে গাড়িটি। দুর্ঘটনায় গাড়ির মালিকের বুকে, পেটে আঘাত লাগে। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তৎক্ষনাৎ চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এদিকে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।
TOP RELATED