Last Update
কেজরিওয়ালকে গ্রেপ্তার করল CBI
এক কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেপ্তার হয়ে তাঁকে জেলের ঘানি টানতে হচ্ছে। এবার আরও এক কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেপ্তার হতে হল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। ইডির পর কেজরিওয়ালকে গ্রেপ্তার করল সিবিআই। মঙ্গলবার রাতে তিহাড় জেলেই দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
সোমবারই তিহাড়ে গিয়ে কেজরিকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। মঙ্গলবার তাঁকে গ্রেপ্তার হিসাবে দেখানো হয়। বুধবারই সিবিআই দিল্লির মুখ্যমন্ত্রীকে আদালতে পেশ করবে। এর ফলে বিপদ আরও বাড়ল দিল্লির মুখ্যমন্ত্রীর। ইডির দায়ের করার মামলায় তিনি কোনওক্রমে জামিন পেলেও সিবিআইয়ের মামলায় হেফাজতে থাকতে হতে পারে তাঁকে। জেল থেকে মুক্তি পেতে হলে দুই এজেন্সির মামলাতেই জামিন পেতে হবে আপ সুপ্রিমোকে।ইডির করা মামলায় কেজরিওয়ালের জামিন নিয়ে গত দুদিন বিভিন্ন আদালতে টানাপোড়েন চলছে। বৃহস্পতিবার নিম্ন আদালত জামিন দিয়েছিল তাঁকে। কিন্তু মুক্তি আটকাতে তৎপর ইডি পরের দিনই দ্বারস্থ হয়েছিল দিল্লি হাই কোর্টের। ইডির আর্জি ছিল, বাতিল করা হোক নিম্ন আদালতের নির্দেশ। শেষ পর্যন্ত সেই মতোই কেজরির জামিনে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছিল হাই কোর্ট। মামলার পরবর্তী শুনানি ধার্য হয় ২৫ জুন।
TOP RELATED