Last Update
বিদেশি আগ্নেয়াস্ত্র থেকে পুলিশের পিস্তল, সন্দেশখালিতে আর কী পেল CBI?
এক্সপ্রেস কলকাতা ডেস্ক: চলছে দ্বিতীয় দফার ভোট। এরইমধ্যে সন্দেশখালিতে শেখ শাহজাহানের গড়ে চলল রুদ্ধশ্বাস তল্লাশি অভিযান। দিনভর টানাপোড়েনের পর সন্দেশখালিতে তল্লাশি প্রসঙ্গে বিবৃতি জারি করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কী কী উদ্ধার হয়েছে, তা বিস্তারিতভাবে জানাল সিবিআই।
সন্দেশখালির সরবেড়িয়ায় শেখ শাহজাহানের এক ঘনিষ্ঠের আত্মীয়র বাড়িতে এদিন সুপার থেকে তল্লাশি চালায় CBI টিমের সদস্যরা। ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় তদন্ত করছে CBI টিম। উল্লেখ্য, গত ৫ জানুয়ারি সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শেখ শাহজাহানের খোঁজে তাঁর ডেরায় হানা দেয় ইডি। সেখানে গিয়ে হামলার শিকার হন আধিকারিকরা। তাঁদের মারধর, গাড়ি ভাঙচুর-সহ অস্ত্র ছিনতাইয়ের অভিযোগও ওঠে শাহজাহান অনুগামীদের বিরুদ্ধে।
তাই সেই তদন্তের ভিটায় কলকাতা হাই কোর্টের নির্দেশ অনুযায়ী শুক্রবার সন্দেশখালির দুটি জায়গায় তল্লাশি চালায় সিবিআই। ১০ সদস্যের সিবিআই দল সন্দেশখালির আগারহাটির মল্লিকপাড়ায় স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য হাফিজুল খাঁর ভগ্নিপতি আবু তালেব মোল্লার বাড়িতে হানা দেয়। হাফিজুল খাঁ শেখ শাহজাহান ‘ঘনিষ্ঠ’ বলেই খবর। তাঁর আত্মীয়ের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। পরে বিকেলের দিকে ওই এলাকায় যায় NSG কমান্ডোরাও।
নামানো হয় রোবট, ডিটেকশন ডগ। নিয়ে যাওয়া বালিবোঝাই বস্তা। অত্যাধুনিক এই রোবটিক্স ডিভাইস সরবেড়িয়ার গ্রামের পথ ধরে পৌঁছয় ঘটনাস্থলে। এরপর ওই বাড়ি থেকে একটি ব্যাগে নিয়ে বেরিয়ে আসে সেটি। নির্দিষ্ট জায়গায় ব্যবস্থা করে একের পর এক বোমা নিষ্ক্রিয় করার কাজ শুরু হয় সন্ধ্যা নামার পর। তবে কী কী উদ্ধার করা হয়েছে সেখান থেকে, তার একটি বিবৃতি জারি করল সিবিআই।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে, ৩টি বিদেশি বন্দুক, ১টি দেশি বন্দুক, ১টি কোল্ট অফিসিয়াল পুলিশ রিভলবার, ১টি করে দেশি ও বিদেশি পিস্তল উদ্ধার হয়েছে। উল্লেখ্য, কোল্ট অফিসিয়াল রিভলবার একমাত্র পুলিশই ব্যবহার করে। তা ব্যক্তিগতভাবে কীভাবে তা আবু তালেবের বাড়িতে এল, তা নিয়ে দানা বেঁধেছে রহস্য। এছাড়া ১২০ রাউন্ড ৯এমএম বুলেট, .৪৫ কার্তুজ ৫০টি, ৯ এমএম কার্তুজ ১২০টি, .৩৮০ কার্তুজ ৫০টি এবং .৩২ কার্তুজ ৮টি বাজেয়াপ্ত করেছে সিবিআই। এছাড়া শেখ শাহজাহানের বেশ কয়েকটি পরিচয়পত্রও আবু তালেব মোল্লার বাড়ি থেকে পাওয়া গিয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে বেশ কয়েকটি বোমা উদ্ধার করা হয়েছে। তবে সবকটি দেশি বোমা বলেই মনে করা হচ্ছে। ওই বোমাগুলি ইতিমধ্যেই নিষ্ক্রিয় করেছে এনএসজি।
TOP RELATED