Last Update
এবার দাম কমবে পেট্রোল-ডিজেলের, বড় পরিকল্পনা কেন্দ্রের
ইতিমধ্যেই অপরিশোধিত তেলের দাম কমে যাওয়ায় সরকারি তেল কোম্পানিগুলি বিপুল লাভের সম্মুখীন হয়েছে। এই কোম্পানিগুলি বাজারের ৯০ শতাংশ দখল করে রেখেছে। এদিকে, সরকার ৩ টি প্রধান সরকারি কোম্পানি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন , ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডকে লোকসভা নির্বাচনের ঠিক আগে গত ১৪ মার্চ পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি ২ টাকা কমানোর নির্দেশ দিয়েছিল।
এবার দাম কমবে পেট্রোল-ডিজেলের
এদিকে, এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, বিধানসভা নির্বাচনের আগে ফের দাম কমতে পারে পেট্রোল-ডিজেলের । বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।
২০১০ সাল থেকে কার্যকর হয়েছে নিয়ম: জানিয়ে রাখি যে, পেট্রোলের দাম ২০১০ সালে বিশ্ব বাজারের দামের সাথে যুক্ত করে নিয়ন্ত্রণমুক্ত করা হয়েছিল এবং ডিজেলের দাম ২০১৪ সালে নিয়ন্ত্রণমুক্ত করা হয়। বর্তমান সময়ে ভারতের একাধিক রাজ্যে পেট্রোলের দাম প্রতি লিটারে ১০০ টাকার ওপরে রয়েছে। অপরদিকে, ডিজেলের দাম রয়েছে লিটার প্রতি ৯০ টাকার ওপরে।
এদিকে, জ্বালানি হল এমনই একটি বিষয় যেটি পরিবহণ থেকে শুরু করে রান্না পর্যন্ত ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এমতাবস্থায়, জ্বালানির দামের ওঠানামা মুদ্রাস্ফীতিকেও নিয়ন্ত্রণ করে। এর পাশাপাশি টায়ার থেকে শুরু করে বিমান চলাচল পর্যন্ত একাধিক শিল্পও প্রত্যক্ষভাবে জ্বালানির ওপর নির্ভরশীল।
আর মুম্বাই ইন্ডিয়ান্সে থাকবেন না রোহিত? রাখঢাক না রেখে আকাশ চোপড়া জানালেন "আসল সত্যি"
ভারতের বড় পরিকল্পনা: রয়টার্সের মতে, সচিব বলেছেন OPEC-এর কাছ থেকে ভারত চায় তেল উৎপাদন বাড়াতে। কারণ ভারতের মতো দেশে জ্বালানির চাহিদা বাড়ছে। গত সপ্তাহে, পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলির সংস্থা এবং রাশিয়ার সহযোগিতায় গঠিত OPEC+, অপরিশোধিত মূল্য হ্রাসের পরে অক্টোবর এবং নভেম্বরের জন্য পরিকল্পনা করা তেল উৎপাদন বৃদ্ধি স্থগিত করতে সম্মত হয়েছিল।
হয়ে যান সতর্ক! TRAI-এর এই পদক্ষেপের ফলে ফের বাড়বে রিচার্জ প্ল্যানের দাম? আশঙ্কায় গ্রাহকেরা
জানিয়ে রাখি যে, ভারত, বিশ্বব্যাপী তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারী হিসেবে বিবেচিত হয়। ভারতে সমগ্র তেলের প্রয়োজনীয়তার ৮৭ শতাংশের বেশি বৈদেশিক উৎসের ওপর নির্ভর করে। সচিব জানিয়েছেন যে, ভারতীয় কোম্পানিগুলি রাশিয়া সহ সবচেয়ে সাশ্রয়ী সরবরাহকারীর কাছ থেকে অপরিশোধিত তেল ক্রয় করতে প্রস্তুত রয়েছে।
TOP RELATED