Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কাটল না জট

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কাটল না জট

Published on: Published on 2024-11-29 07:07 PM

Share on:

চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ কী হয়, সেটার জন্য আইসিসি-র মিটিংয়ের দিকে তাকিয়ে ছিল ক্রিকেটদুনিয়া। কিন্তু এদিনের মিটিং থেকে কোনও সদুত্তর মিলল না। শেষ পর্যন্ত কোথায় চ্যাম্পিয়ন্স ট্রফি হবে, সেই প্রশ্নের জটও ছাড়ল না এইদিন। জানা গিয়েছে, শনিবার ফের আলোচনায় বসবে আইসিসি। সেখান থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে বলে আশা করা হচ্ছে।কেন কোনও সিদ্ধান্তে পৌঁছনো গেল না? জানা যাচ্ছে, পাকিস্তানের নাছোড়বান্দা মনোভাবের জন্যই এই পরিস্থিতি। ভারত যে পাকভূমে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে না, তা বহুদিন ধরেই পরিষ্কার। যে কারণে এখনও সূচি প্রকাশ করা যায়নি। সেক্ষেত্রে বিকল্প বলতে রয়েছে হাইব্রিড মডেল। যেরকম হয়েছিল এশিয়া কাপের সময়। কিন্তু এই ফরম্যাটে প্রবল আপত্তি পাক বোর্ডের। সূত্রের খবর, এদিনও তাদের সেই ‘গোয়ার্তুমি’র মাশুল দিতে হল। শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স হাইব্রিড মডেলে হবে কিনা, কিংবা বিকল্প কী হবে, তারও সিদ্ধান্তে পৌঁছনো গেল না। তাতে বিপাকে পড়ল আইসিসি। সাধারণত কোনও প্রতিযোগিতার অন্তত তিনমাস আগে সূচি ঘোষণা করে দিতে হয়। এখনও সেটা করতে পারেনি আইসিসি। ফলে আইসিসির বিরাট আর্থিক ক্ষতি হতে পারে বলেই অনুমান। জানা যাচ্ছে, সেই জটিলতা কাটানোর চেষ্টা ব্যাহত হয়েছে মূলত পাকিস্তানের অনড় অবস্থানের জন্য। আগামী শনিবার এই নিয়ে মিটিংয়ে বসবে আইসিসি। সেখানে হাইব্রিড মডেলের পথেই হাঁটার কথা উঠবে। কিন্তু তাতেও কি সমাধান বেরোবে? আপাতত সেদিকেই নজর ক্রিকেটবিশ্বের। 

TOP RELATED