Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

গুচ্ছ কর্মসূচি নিয়ে মালদহ যাচ্ছেন মমতা

গুচ্ছ কর্মসূচি নিয়ে মালদহ যাচ্ছেন মমতা

Published on: Published on 2025-01-18 09:12 PM

Share on:

উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে মুখ্যমন্ত্রী মালদহে পৌঁছবেন। প্রশাসনিক স্তরে এই কথা জানার পরেই ব্যস্ততা শুরু হয়ে গিয়েছে। তৃণমূল জেলা নেতৃত্বের তরফেও জোর প্রস্তুতি চলছে।প্রশাসনিক সূত্রে খবর, মুর্শিদাবাদ জেলায় কর্মসূচি শেষ করে আগামী ২০ জানুয়ারি বিকেলে মুখ্যমন্ত্রী মালদহ যাবেন। পুরাতন মালদহের মহানন্দা ভবনে তিনি রাত্রিবাস করবেন। পরের দিন ২১ জানুয়ারি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। মালদহ জেলা ক্রীড়া সংস্থার মাঠে এই সরকারি অনুষ্ঠান হবে। অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি বেশ কিছু প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করবেন বলেও খবর। এছাড়াও বেশ কিছু গ্রাহকদের হাতে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা দেওয়া হবে বলে খবর।সভাস্থল তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। মাঠে ছাউনির পাশাপাশি সুবিশাল মঞ্চ তৈরি হচ্ছে। মাঠের একটা অংশেই মুখ্যমন্ত্রীর কপ্টার নামবে। ফলে সেখানে হেলিপ্যাড তৈরির কাজ চলছে জোরকদমে। সেজন্য শনিবার হেলিকপ্টার মহড়াও হয়ে গেল। এদিন মুখ্যমন্ত্রীর নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখেন জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক এবং মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা। প্রস্তুতির কাজ খতিয়ে দেখতে যান ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী, ইংরেজবাজার থানার আইসি সঞ্জয় ঘোষ-সহ প্রশাসনিক কর্তারা।কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী বলেন, “মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আধিকারিকদের পাশাপাশি রাজ্য পুলিশ সব কিছু খতিয়ে দেখছে। পিডব্লুউডি-সহ অন্যান্য বিভাগরাও কাজ করছে।” মুখ্যমন্ত্রী জেলা সফরে আসছেন, শোনার পরেই ব্যস্ততা বেড়েছে তৃণমূল নেতৃত্বের। প্রচুর সংখ্যায় মানুষ যাতে উপস্থিত থাকেন সেদিন, সেজন্য প্রচারও শুরু হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে কী বার্তা দেবেন, তারই অপেক্ষা মালদহ জেলা তৃণমূল নেতৃত্ব। মালদহ সফরের পর আলিপুরদুয়ার জেলা যাবেন বলে খবর।

TOP RELATED