Last Update
কাটমানি ইস্যুতে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
চলতি বছর সংবাদ শিরোনাম দখল করেছিল সন্দেশখালি । নেপথ্যে ছিলেন ‘সন্দেশখালির বাঘ’ শেখ শাহজাহান। সেই পরিস্থিতি আজ অতীত। আপাতদৃষ্টিতে শান্ত সন্দেশখালিতে প্রায় ১ বছর পর পা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মঞ্চে দাঁড়িয়েই কার্যত রণংদেহি মেজাজে ধরা দিলেন মমতা। বর্তমানে রাজ্য জুড়ে যেভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে কাটমানি ইস্যু, সেই প্রসঙ্গে নেত্রীর কড়া জবাব, সরকারি প্রকল্পের জন্য যদি কোনও নেতা আপনাদের কাছে টাকা চান, তাঁদের টাকা দেবেন না।’
শনিবার থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে ‘বাংলার বাড়ি’ প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু হয়েছে। যখন বাড়ির জন্য সার্ভের কাজ শুরু হয়েছিল, তখন প্রায়শই সামনে এসেছে কাটমানির প্রসঙ্গ। এই বিষয়ে বার বার নাম জড়িয়েছে তৃণমূল নেতাদের। এই প্রসঙ্গ টেনেই এদিন সন্দেশখালি থেকে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, ‘সরকারের প্রকল্প সাধারণ মানুষের জন্য। এটা আপনাদের হকের। কেউ যদি বলে সরকারি প্রকল্পের সুবিধে পেতে গেল টাকা দিতে হবে, তাঁদের স্পষ্ট জানান দেব না।’
এখানেই না থেমে তিনি আরও বলেন, ‘মেয়ে-মহিলা-বোনেদের বলছি, কেউ যখন তখন ডাকলে যাবেন না। সকলে মিলেমিশে থাকবেন। দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না।’
TOP RELATED