Last Update
বিদ্বজনদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী
লোকসভা ভোট পরবর্তী সময়ে রাজ্যের বিশিষ্টজনদের আবেদন ছিল, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার। সেইমতো বৃহস্পতিবার বিকেলে সৌজন্যে তাঁদের আলোচনায় ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বর্তমান সাংস্কৃতিক পরিবেশ, পরিস্থিতি নিয়ে কথা হয়েছে বলে খবর। যদিও বৈঠকে হাজির বিদ্বজনেরা জানিয়েছেন, এটা একেবারেই সৌজন্য সাক্ষাৎ ছিল, কোনও রাজনৈতিক আলোচনা হয়নি। তবে সূত্রের খবর, রাজ্যে সম্প্রতি যে সাংবিধানিক সংকট তৈরি হয়েছে ২ নবনির্বাচিত বিধায়কের শপথ নিয়ে, তাতে বিদ্বজনেরা নিজেদের মতো করে প্রতিবাদ করুন, তা চান মুখ্যমন্ত্রী। গণমঞ্চের নেতৃত্বে তা হতে পারে। যদিও এ বিষয়ে বৈঠকে উপস্থিত সদস্যরা কেউ স্পষ্টভাবে কিছু বলেননি।
TOP RELATED