Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

‘ভোটের বাংলায় আতঙ্ক তৈরির ছক করছে বিজেপি’: সন্দেশখালি প্রসঙ্গে ক্ষুব্ধ মমতা।

‘ভোটের বাংলায় আতঙ্ক তৈরির ছক করছে বিজেপি’: সন্দেশখালি প্রসঙ্গে ক্ষুব্ধ মমতা।

Published on: Published on 2024-04-27 05:56 PM

Share on:

এক্সপ্রেস কলকাতা ডেস্ক: আজ আসানসোলে লোকসভা ভোটের প্রচারে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা অভিনেতা শত্রুঘ্ন সিন্‌হার হয়ে প্রচার করতে শনিবার কুলটিতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা। প্রচারে বিভিন্ন ইস্যুতে কেন্দ্র সরকারকে আক্রমণ করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কেন এত মিথ্যা কথা বলেন আপনারা?’ তারপরই সন্দেশখালির প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ‘ভোটের বাংলায় আতঙ্ক তৈরির ছক করছে বিজেপি।’ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরাই গাড়িতে করে অস্ত্রশস্ত্র নিয়ে সন্দেশখালিতে যায়নি তো, সন্দেহ প্রকাশ করেন তিনি।

ভোটের প্রচারে আসানসোল গিয়ে আরও একবার সন্দেশখালি ইস্যুতে সরব হয়ে তৃণমূল সুপ্রিমো্ বললেন, ‘কেন মিথ্যা কথা বলে বিজেপি? কেন এখানে চকোলেট বোমা ফাটলেও সিবিআই, এনআইএ, এনএসজির দরকার পড়ে? যেন যুদ্ধ চলছে? পুরোটাই একতরফা ভাবে হয়। রাজ্য পুলিশকে কিছু জানানো হয় না। কেউ জানে না কোথা থেকে কী পাওয়া গিয়েছে। হয়তো ওরাই গাড়ি থেকে নিয়ে এসে দেখিয়েছে। কোনও প্রমাণ নেই।’
উল্লেখ্য, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার সন্দেশখালির আগারহাটির মল্লিকপাড়ায় হানা দেয় সিবিআই। তৃণমূল পঞ্চায়েত সদস্য হাফিজুল খাঁর ভগ্নিপতি আবু তালেব মোল্লার বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। সিবিআই এবং বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে ভেঙে ফেলা হয় মেঝে। আর সেখান থেকে অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। বিকেলের দিকে ওই এলাকায় যায় NSG। মেঠো পথ দিয়ে ভেড়ি ঘেরা রহস্যময় বাড়িতে পৌঁছয় এনএসজির রিমোটচালিত রোবট। এক ঘণ্টারও বেশি সময় ধরে তল্লাশিতে ওই বাড়ি থেকে একটি রহস্যময় ব্যাগ বের করে আনে রোবট। সিবিআই সূত্রে খবর, তল্লাশি চালিয়ে শাহজাহান ‘ঘনিষ্ঠে’র আত্মীয়ের বাড়ি থেকে সুদূর জার্মানির অস্ত্রশস্ত্রও বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনা নিয়ে ভোটের মুখে সরগরম রাজনৈতিক মহল। ইচ্ছাকৃতভাবে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে তৃণমূলকে কলুষিত করার চেষ্টা চলছে বলেই দাবি শাসক শিবিরের। আর এই অভিযোগে সিবিআইয়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশও করেছে তৃণমূল।
এ দিন, এক্স হ্যান্ডেলেও সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। বলেছিলেন, ‘অর্থ ও পেশিশক্তি প্রয়োগ করে ভোটে খেলা ঘোরাতে চাইছে বিজেপি।’ বিজেপি-র সাংসদ শমীক ভট্টাচার্য এ প্রসঙ্গে বলেন, ‘রয়্যাল বেঙ্গল টাইগার ভয় পায় বা কাউকে নালিশ করে এরম কখনও শুনিনি। মুখ্যমন্ত্রী বলছেন তিনি রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘ-হরিণ-জিরাফ-গন্ডারের কাছে নালিশ জানায় শুনিনি। বাঘ গর্জন করে। কারোর কাছে অভিযোগ করে না। এটাই তো আমাদের জানা। এর থেকে প্রমাণ হচ্ছে তৃণমূল ভয় পেয়েছে। আতঙ্কিত। পরাজয় আসন্ন ওদের।’
উল্লেখ্য, শনিবার উত্তর ২৪ পরগনার বসিরহাট লোকসভা কেন্দ্রের হাসনাবাদে এক বিজেপি নেতার ভাইয়ের বাড়িতেও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। সেকথাও উল্লেখ করেন তিনি। তাঁর অভিযোগ, বোমাবাজি করে নির্বাচনে জিততে চাইছে বিজেপি। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এখানে আসার আগে শুনলাম এক বিজেপি নেতার বাড়িতে বোমা জমা রয়েছে। ভাবছে বোমা মেরে নির্বাচন জিতে যাবে।’’

TOP RELATED