Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

দিলজিৎ, কোল্ডপ্লে-র শোয়ের টিকিটের কালোবাজারি?

দিলজিৎ, কোল্ডপ্লে-র শোয়ের টিকিটের কালোবাজারি?

Published on: Published on 2024-10-26 08:21 PM

Share on:

একদিকে দিলজিৎ দোসাঞ্ঝের ‘দিল্লুমিনাটি’ মিউজিক্যাল ট্যুর, অন্যদিকে কোল্ডপ্লের কনসার্ট। ভারতে দুই ভিন্ন সঙ্গীতানুষ্ঠানের টিকিটের চাহিদা যেমন গগগনচুম্বী, তেমনই টিকিট বিকোচ্ছে আকাশছোঁয়া দামে। আর এই দুই কনসার্টের টিকিট নিয়েই কালোবাজারির অভিযোগ উঠেছে। একাধিক জায়গায় দায়ের হয়েছে অভিযোগও। এবার সেই কালোবাজারি বিতর্কেই আসরে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।শুক্রবার পাঁচ রাজ্যের বড় বড় ১৩টি শহরে তদন্তে নেমে অভিযান চালিয়েছে ইডি। দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, জয়পুর এবং চণ্ডীগড়, একেক জায়গায় ইডির আলাদা টিম হানা দিয়েছে। শনিবার দুপুরেই সংস্থার সোশাল মিডিয়া অ্যাকাউন্টে একথা জানিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অভিযানে নেমে বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু মোবাইল, ল্যাপটপ, সিমকার্ড। দিলজিৎ দোসাঞ্ঝ এবং কোল্ডপ্লের কনসার্টের টিকিটের কালোবাজারিতে এই সমস্ত সামগ্রী ব্যবহার করা হয়েছে বলে দাবি ইডি আধিকারিকদের।সম্প্রতি শুরু হয়েছে দিলজিৎ দোসাঞ্ঝের ‘দিল্লুমিনাটি’ ট্যুর। দেশের বিভিন্ন রাজ্যে মিউজিক্যাল সফরে থাকবেন পাঞ্জাবি গায়ক তথা অভিনেতা। আর তাঁর শোয়ের টিকিটই বিকোচ্ছে অবিশ্বাস্য চড়া দামে। টিকিটের চাহিদা দেখে ময়দানে নেমে পড়েছে অসাধু ব্যক্তিরা। এদিকে ২০১৬ সালের পর ফের ভারতে কোল্ডপ্লের কনসার্ট। প্রায় ৯ বছরের দীর্ঘ অপেক্ষার পরে প্রিয় ব্যান্ডের কনসার্ট দেখতে মুখিয়ে ভারতীয় সঙ্গীতপ্রেমীরা। ২০২৫ সালের জানুয়ারি মাসে হবে কোল্ডপ্লের কনসার্ট। অতঃপর এই শোয়ের টিকিটের চাহিদাও যে তুঙ্গে থাকবে, সেটাই স্বাভাবিক।

TOP RELATED