Last Update
পরিত্যক্ত জায়গায় তুলে নিয়ে গিয়ে ‘গণধর্ষণ’
রাজ্যে ফের গণধর্ষণের অভিযোগ। এবার ঘটনাস্থল নদিয়ার ধুবুলিয়া। প্রেমের প্রস্তাব সাড়া না দেওয়ার আক্রোশ! বন্ধুদের সঙ্গে নিয়ে তরুণীর গণধর্ষণের অভিযোগ উঠল পরিচিত যুবকের বিরুদ্ধে। পরিত্যক্ত এলাকায় তুলে গিয়ে তরুণীর উপর নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে ৭ ডিসেম্বর। তবে বুধবার অর্থাৎ ১৮ তারিখ রাতে ঘটনার কথা জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা।জানা গিয়েছে, ২১ বছর বয়সি নির্যাতিতা ধুবুলিয়ার বাসিন্দা। তিনি মুড়াগাছা এলাকায় এক জিম সেন্টারে যেতেন। ধুবুলিয়া বাসস্ট্যান্ডে সাইকেল রাখার পর, বাসে করে জিমে পৌঁছতেন। ফিরতি পথে সাইকেলে বাড়ি ফিরতেন। সেই বিষয়টি জানত তাঁর পরিচিত যুবক। নির্যাতিতার অভিযোগ, ঘটনার দিন তিনি সাইকেল নিয়ে বাড়ি ফেরার সময় পথ আটকায় কয়েকজন যুবক। সেই দলে ছিল তাঁকে প্রেমের প্রস্তাব দেওয়া যুবকও। নির্যাতিতাকে জোরপূর্বক একটি পরিত্যক্ত জায়গায় তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা বলে অভিযোগ।ঘটনার ১২ দিনের মাথায় ওই তরুণী ধুবুলিয়া থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পরই তরুণীর স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে। ঘটনার তদন্ত নেমেছে ধুবুলিয়া থানা। পরিচিত যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযুক্তের সঙ্গে আর কে, কে ছিল তা জানার চেষ্টা করছে পুলিশ।
TOP RELATED