Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

কাজ চলাকালীন শিমলার নির্মীয়মাণ টানেলে ধস

কাজ চলাকালীন শিমলার নির্মীয়মাণ টানেলে ধস

Published on: Published on 2024-08-13 10:02 PM

Share on:

হিমাচল প্রদেশের শিমলায় একটি নির্মীয়মাণ টালেনে কাজ চলার সময় ধস। এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। কিন্তু ঘটনায় চাঞ্চল্য শ্রমিকদের মধ্যে। সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
শিমলার সানজাউলি এলাকায় একটি চারলেন টানেল তৈরির কাজ চলছে। সেই টানেলের কালকা-সিমলার জাতীয় সড়কের চলন্তি এলাকার দিকে টানেলের মুখে ধস নামে। কাজ করার সময় শ্রমিকরা টানেলের পাশে মাটি ও পাথর পড়ে থাকতে দেখেন। তা দেখেই সব শ্রমিক ও মেশিনগুলোকে বাইরে আনা সম্ভব  হয়। প্রজেক্ট ম্যানেজার আচল জিন্দাল বলেছেন যে যেখানে টানেলের মুখের দিকে ধস নেমেছে সৌভাগ্যবশত, ধসের জেরে হতাহতের বা সম্পত্তির ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।
লাগাতার বর্ষণের জেরে বিপর্যস্ত হিমাচল। বিভিন্ন জায়গায় ধস নেমে কার্যত ধ্বংস হয়ে গিয়েছে এলাকা। চলতি মাসের ৫ তারিখ মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বান ও ভূমিধস নামে হিমাচলপ্রদেশে। গত ৩১ জুলাই রাতে কুল্লুর নির্মান্দ, সাইঞ্জ, মালানা, মান্ডির পাধার এবং সিমলার রামপুর মহকুমায় মেঘভাঙা বৃষ্টির জেরে ভূমিধস ও হড়পা বানের ঘটনা ঘটে।Advertisement
দুর্ঘটনার জেরে ৯ জনের মৃত্যুর পাশাপাশি নিখোঁজ হন একাধিক জন।রিপোর্ট বলছে, গত ২৭ জুন হিমাচলপ্রদেশে বর্ষা ঢুকেছে। ৪ অগাস্ট পর্যন্ত বর্ষার জেরে রাজ্য প্রায় ৬৬২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে একাধিক জায়গা। বন্ধ হয়ে গিয়েছে ৮৭টি রাস্তা।

TOP RELATED