এক্সপ্রেস কলকাতা ডেস্ক: ফেব্রুয়ারি মাসেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দীপিকা জানিয়েছিলেন সুখবর! তারপর অম্বানিদের অনুষ্ঠানে তাঁকে প্রথম নাচতে দেখা গিয়েছিল, তখন থেকেই উঠেছিল প্রশ্ন। দীপিকা কি সত্যিই অন্তঃসত্ত্বা? নাকি সারোগেসির সাহায্য নিচ্ছেন? এরপর বুধবার সকাল থেকেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রোহিত শেট্টির ‘সিংহম ৩’ এর শুটিংয়ের বেশ কয়েকটি ছবি। যেখানে দেখা গিয়েছে পুলিশের পোশাকে অ্যাকশন সিনের শুটিং করছেন দীপিকা। সেই ছবিই ভাইরাল হতেই, দীপিকাকে কটাক্ষ করে নেটিজেনরা বলছেন, কোথায় বেবিবাম্প? গর্ভে থাকা সন্তানের কি কোনও খেয়াল নেই?
সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ‘গোলিও কি রাসলীলা – রামলীলা’র সেটে দীপিকা ও রণবীরের প্রেম শুরু হয়। ২০১৮ সালের ১৪ ও ১৫ নভেম্বর ইটালির লেক কোমোতে গিয়ে বিয়ে করেন তারকা যুগল। কোঙ্কনি ও সিন্ধ্রি, দুই মতেই বিয়ে করেন দীপিকা-রণবীর। এরপর কেরিয়ারেই মন দেন দুই তারকা।
বিয়ের প্রায় পাঁচ বছর পর মা হচ্ছেন দীপিকা। ২৯ ফেব্রুয়ারি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল সুখবর। কারণ এবার আর জল্পনা নয়। রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন নিজেই জানিয়েছিলেন সুখবর। জানিয়েছিলেন সেপ্টেম্বর মাসেই তাঁদের পরিবারে নতুন অতিথি আসতে চলেছে। অন্তঃসত্ত্বা অবস্থাতেই আম্বানিদের জামনগরের অনুষ্ঠানে গিয়েছিলেন দীপিকা। তবে এখন বিশ্রামেই রয়েছেন নায়িকা। অভিনেত্রীর ‘কাল্কি ২৯৮৯ এডি’ রিলিজের অপেক্ষায়। অন্যদিকে অমিতাভ বচ্চনের সঙ্গে ‘দ্য ইন্টার্ন’ শুটিং শুরুর অপেক্ষায়।
প্রসঙ্গত, বলিউডে ‘কপ ইউনিভার্স’-এর সূত্রপাত পরিচালক রোহিত শেট্টির হাত ধরেই। ‘সিংহম’ হয়ে বক্স অফিসে শোরগোল ফেলেছিলেন অজয় দেবগন। তারপর আসে ‘সিংহম রিটার্নস’। আবারও সুপারহিট অজয়-রোহিত জুটি। এবার ‘সিংহম ৩’-এর পালা। আর সেই ছবিতে দীপিকা পাড়ুকোনকে দেখা যেতে চলেছে একেবারে অ্যাকশন অবতারে।
সূত্রের খবর, মুম্বইয়ে সন্তানের জন্ম দেবেন না বলিউড ‘মস্তানি’। জানা গিয়েছে, অন্তঃসত্ত্বা দীপিকা মুম্বই ছেড়ে বেঙ্গালুরু যাচ্ছেন। সেখানে মা-বাবার কাছেই থাকবেন এই সময়টা। আর বেঙ্গালুরুতেই ভূমিষ্ঠ হবে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের প্রথম সন্তান।