Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

অনুব্রতর প্রত্যাবর্তন নিয়ে কী বললেন শতাব্দী?

অনুব্রতর প্রত্যাবর্তন নিয়ে কী বললেন শতাব্দী?

Published on: Published on 2024-11-22 06:39 PM

Share on:

দীর্ঘদিন পর বাড়ি ফিরেছেন অনুব্রত মণ্ডল। ধীরে ধীরে দলের দায়িত্ব বুঝে নিচ্ছেন। সম্প্রতি কোর কমিটির বৈঠকেও যোগ দিয়েছিলেন তিনি। এসবের মাঝেই বেফাঁস শতাব্দী রায়। তৃণমূল সাংসদ বললেন, “কেষ্টদা ফিরতেই বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে”। যদিও সুকৌশলে গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব উড়িয়ে দিয়েছেন তিনি।সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে বোলপুর ফিরেছেন অনুব্রত মণ্ডল। কেষ্টর ঘরে ফেরা যে তাঁর অনুগামীদের চাঙা করেছে তা বলাই বাহুল্য। বৃহস্পতিবার মন্ত্রী চন্দ্রনাথ সিনহার পার্টি অফিস দখলের অভিযোগ ওঠে অনুব্রতর অনুগামীদের বিরুদ্ধে। তা নিয়ে দুপক্ষের তুমুল অশান্তিও হয়। শুক্রবার সিউড়ি ১ নম্বর ব্লকের শক্তিপুরে অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এবিষয়ে মুখ খুললেন শতাব্দী রায়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বীরভূমের সাংসদ বলেন, “চন্দ্রনাথ দা আর কেষ্টদার দুটো গোষ্ঠী আছে? আমার জানা নেই। আমি জানি ওনারা মিলেমিশেই কাজ করেন।” এর পরই বেফাঁস মন্তব্য করেন তিনি। বলেন, “তবে কেষ্টদা ফিরতে তাঁর সমর্থকরা কেউ অতি উৎসাহী হয়ে উঠেছে। অনেকে আবার বিশেষ খুশি নন। ফলে সব মিলিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে কোথাও কোথাও।”উল্লেখ্য, গরু পাচার মামলায় পুজোর আগে জামিনে মুক্তি পান বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। তাঁর অনুপস্থিতিতে এলাকায় দাপট বেড়েছিল কাজল শেখের। কেষ্ট ফিরতেই দুজনের দ্বন্দ্ব নিয়ে আলোচনা শুরু হয়েছিল। তবে কোর কমিটির বৈঠকে একসঙ্গে দেখা গিয়েছে কাজল-অনুব্রতকে। এই পরিস্থিতিতে শতাব্দীর এদিনের মন্তব্য একাধিক প্রশ্ন তুলে দিয়েছে।

TOP RELATED