Last Update
উধমপুরে জঙ্গি হামলায় শহিদ CRPF আধিকারিক
ফের রক্তাক্ত উপত্যকা। এবার জম্মু ও কাশ্মীরের উধমপুরে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে শহিদ হলেন এক CRPF আধিকারিক। সোমবার উধমপুরের পাহাড়ি এলাকায় CRPF জওয়ানদের একটি চেক পোস্টে আচমকা হামলা চালায় জঙ্গিরা। সেই সময় গুলিবিদ্ধ হন ওই CRPF আধিকারিক। তাতেই মৃত্যু হয়েছে তাঁর। এই ঘটনার পরেই এলাকা ঘিরে ফেলে জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে সেনা।CRPF সূত্রে জানা গিয়েছে, উধমপুরের দাদু এলাকার পুলিশ চৌকি থেকে ৮ কিলোমিটার দূরে পাহাড়ি এলাকায় ছিল ওই CRPF চেকপোস্ট। সম্প্রতি জঙ্গি তৎপরতা রুখতে ওই চেক পোস্টটি তৈরি করা হয়েছিল। সেখানেই সোমবার হামলা চালায় জঙ্গিরা। তাতেই গুলিবিদ্ধ হয়ে শহিদ হন ওই আধিকারিক। ঘটনাস্থলে বাড়তি বাহিনী পাঠিয়েছে আধাসেনা। জঙ্গিদের খোঁজে এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছেন CRPF জওয়ানরা।উল্লেখ্য, গত কয়েকমাস ধরে একের পর এক জঙ্গি হামলায় রক্তাক্ত উপত্যকা। তবে শুধু জম্মু ও কাশ্মীর নয়, দেশের একাধিক জায়গায় আত্মঘাতী জঙ্গি হামলার ছক কষছে জঙ্গিরা। গত ১৪ আগস্ট জম্মু ও কাশ্মীরে জঙ্গি দমন অভিযানে মৃত্যু হয়েছে এক সেনা আধিকারিকের। ডোডা জেলার আসসর এলাকায় চার জঙ্গির খোঁজে গিয়েছিল সেনা ও পুলিশের যৌথ বাহিনী। সেই সময় সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে মৃত্যু হয় ওই ক্যাপ্টেন পদ মর্যাদার সেনা আধিকারিকের।
TOP RELATED