Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

শক্তি বাড়িয়ে ক্রমশ ধেয়ে আসছে ‘রেমাল’! জেনে নিন অবস্থান সাথে জেলা ভিত্তিক হেল্পলাইন নম্বর!

শক্তি বাড়িয়ে ক্রমশ ধেয়ে আসছে ‘রেমাল’! জেনে নিন অবস্থান সাথে জেলা ভিত্তিক হেল্পলাইন নম্বর!

Published on: Published on 2024-05-26 05:45 PM

Share on:

এক্সপ্রেস কলকাতা ডেস্ক: ক্রমশ এগিয়ে আসছে রেমাল। সাগর থেকে ১৬০ কিমি দূরে এই মুহূর্তে। ক্যানিং থেকে দূরত্ব ১৯০ কিলোমিটার। সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। ক্ষয়ক্ষতির আতঙ্কে কাঁপছে বঙ্গের উপকূল ও বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা। কলকাতা-সহ ৬ জেলায় আজ লাল সতর্কতা। জেলায়-জেলায় সকাল থেকেই ঝড়বৃষ্টি, দমকা হাওয়া, জলোচ্ছ্বাস।

আবহাওয়া দফতরের আপডেট, উত্তর বঙ্গোপসাগরে অবস্থান ভয়ংকর ‘রেমাল’। বাংলাদেশের মংলাতে ল্যান্ডফল করবে এই ঘূর্ণিঝড়। তবে, ঝড়ের প্রভাব সবথেকে বেশি পড়ার আশঙ্কা দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, নদিয়া জেলায়। ইতিমধ্যেই প্রস্তুতি সেরে রাখছে কলকাতা পুরসভা। দুর্যোগ মোকাবিলায় দুর্যোগ মোকাবিলায় সবরকম প্রস্তুতি নিয়ে রাখছে কলকাতা পুরসভা। ঝড়ের কারণে চালু করে দেওয়া হয়েছে কন্ট্রোল রুম। ২৪ ঘণ্টা চালু থাকছে কন্ট্রোল রুম। নবান্নর কন্ট্রোল রুম নম্বর – 033-2317985 / 033-231 7982 । ঝড়-বৃষ্টির জন্য কলকাতা শহরের বাসিন্দাদের হেল্পলাইন নম্বর হল – 9432610428 / 94326 10429।
প্রসঙ্গত, ঘূর্ণিঝড় রেমালের ল্যান্ডফলের সময় যত এগোচ্ছে রাজ্যজুড়ে খারাপ হচ্ছে আবহাওয়া। সমুদ্র উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সঙ্গে চলছে ঝোড়ো হাওয়া। দীঘার সমুদ্রে কড়া নজরদারি চালাচ্ছে প্রশাসন। ঝড়ের তাণ্ডবের কথা মাথায় রেখে পর্যটকদের দিঘা ছাড়ার আর্জি জানিয়ে মাইকিং করছে প্রশাসন। মৎস্যজীবীদের সমুদ্রে নামার বারণ রয়েছে। তাঁদেরকে পরিবার নিয়ে সতর্কতা মেনে সমুদ্রতট ছেড়ে সুরক্ষিত জায়গায় সরে যেতে বলা হয়েছে।
জেলাভিত্তিক কিছু হেল্পলাইন নম্বর নীচে দেওয়া হলো:
দক্ষিণ ২৪ পরগনা – 18005325328। হাওড়া – ৬২৯২২৩২৮৭০। উত্তর ২৪ পরগনা – 9073940058, 9073936323 ও 9073940039। পূর্ব মেদিনীপুর – 90739 39804। নদিয়া – 03472-252106, 7548975303 (WBSEDCL কন্ট্রোল রুম নম্বর – 03472-251150)। মালদা – 03512 252 058 / 03512 253 056
এছাড়াও ঝড়ের জন্য প্রস্তুত থাকার জন্য সমস্ত জেলাতেই WBSEDCL-এর তরফে সতর্কতা থাকছে। WBSEDCL জানিয়েছে, 8900793503 / 8900793504 নম্বরে যোগাযোগ করে বিদ্যুৎ সংক্রান্ত অভিযোগ বা জিজ্ঞাস্য থাকলে ফোন করা যাবে। এছাড়া 19121 নম্বরে যোগাযোগ করে অভিযোগ জানানো যাবে। রেমাল নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আজ ঝড় দুর্যোগ হবে। ৬টার পর থেকে এই ঝড় বাড়বে। কোস্টাল এলাকাতে হলেও কলকাতাতে ৮০ থেকে ১০০ কিমি বেগে ঝড় বইবে।”

TOP RELATED