Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

কতটা শক্তিশালী সাইক্লোন রেমাল? বাংলায় কী প্রভাব? জেনে নিন হাওয়া অফিসের বড় আপডেট

কতটা শক্তিশালী সাইক্লোন রেমাল? বাংলায় কী প্রভাব? জেনে নিন হাওয়া অফিসের বড় আপডেট

Published on: Published on 2024-05-23 11:37 PM

Share on:

এক্সপ্রেস কলকাতা ডেস্ক: ভোটের বাংলায় নতুন আশঙ্কা। আলিপুর আবহাওয়া অফিসের বড় আপডেট, জারি হল ঘূর্ণিঝড় ‘রেমাল’-এর সতর্কতা। ২০২১ সালের ২৬ মে বাংলায় দেখা গিয়েছিল সাইক্লোন ইয়াসের প্রভাব। এবার ২০২৪-এ ফের সেই দিনেই ঘূর্ণিঝড় ‘রেমাল’-এর আশঙ্কা। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি ২৬ তারিখ বিকেলে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলের পৌঁছতে পারে ‘প্রবল ঘূর্ণিঝড়’ রূপে। তবে কোথায় আছড়ে পড়বে, তা এখনও স্পষ্ট নয়।

হাওয়া অফিস বলছে, উত্তর-পূর্ব থেকে উত্তরমুখী হয়ে এগোবে ঘূর্ণিঝড় রেমাল। গতিবেগ থাকবে প্রায় ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা। শনিবার পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস। রবিবার আবার কলকাতা, হাওড়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা, হাওড়ায় ৭০-৮০ কিমি প্রতি ঘণ্টার গতিবেগে ঝড় বইতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ৯০-১০০ কিমি/ঘণ্টা বেগে ঝড় বইতে পারে। হুগলি, দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস। হুগলি, দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়ায় ৫০-৬০ কিমি/ঘণ্টা বেগে ঝড় বইতে পারে। জলপাইগুড়ি, মালদহ, দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস।
এই পরিস্থিতিতে আগেভাগেই মৎস্যজীবীদের সাবধান করেছে আলিপুর আবহাওয়া দফতর। যাঁরা সমুদ্রে গিয়েছেন, তাঁদের বৃহস্পতিবারের মধ্যে ফিরে আসতে বলা হয়েছে। মধ্য এবং দক্ষিণ বঙ্গোপসাগরে বৃহস্পতিবার থেকে এবং উত্তর বঙ্গোপসাগরে শুক্রবার থেকে মৎস্যজীবীদের যেতে বারণ করা হয়েছে। আগামী সোমবার পর্যন্ত জারি থাকবে নিষেধাজ্ঞা। পাশাপাশি ইতিমধ্যেই ঘূর্ণিঝড় পরিস্থিতি মোকাবিলা করতে আগেভাগেই পদক্ষেপ করতে শুরু করেছে রাজ্যের বিদ্যুৎ দফতর। উল্লেখ্য, রিমেল-এর অর্থ বালু। এটি একটি আরবি শব্দ। এই নামটি ওমানের দেওয়া।

TOP RELATED