Last Update
ডিএ নিয়ে নয়া আপডেট
বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও। যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে পশ্চিমবঙ্গ সরকার।
ফের ষষ্ঠ বেতন কমিশনের অধীন ১৪% হারেই মহার্ঘ ভাতা ঢুকবে তাঁদের অ্যাকাউন্টে।
কিন্তু কেন স্রেফ এক মাসের জন্য ১৮% হারে ডিএ মিলবে? এবার সেটারও ব্যাখ্যা দিলেন রাজ্য সরকারি কর্মীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। মলয়বাবু বলেন, 'প্রথমত এপ্রিল মাসে মূল বেতনের সঙ্গে ১০% হারে দিএ যোগ করে মাইনে পেয়েছেন।
মে মাসে ১৪% হারে মহার্ঘ ভাতা মিলেছে। তবে জুন মাসে ১৪% ডিএর সঙ্গে আরও ৪ শতাংশ যোগ করে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা'। তবে জুলাই মাস থেকে কিন্তু পুনরায় ১৪% হারেই মহার্ঘ ভাতা দেওয়া হবে। অর্থাৎ মূল বেতনের সঙ্গে এবার ১৮% ডিএ পেতে চলেছেন তাঁরা।
TOP RELATED