Last Update
কেদারনাথে বড় দুর্ঘটনা
কেদারনাথে বড় দুর্ঘটনা। এমআই-১৭ চপার থেকে ছিঁড়ে পড়ল বিকল হেলিকপ্টার। শনিবার সকালে কেদারনাথ ধামে অবতরণের সময় যান্ত্রিক গোলযোগের কারণে বিকল হয়েছিল ওই হেলিকপ্টারটি। সেটিকে এদিন এয়ারলিফ্ট করে ফিরিয়ে আনছিল উদ্ধারকারী এমআই-১৭ চপার। আচমকা লোহার চেনের বাঁধন ছিঁড়ে যায়। এর ফলেই বিকল কপ্টারটি মন্দাকিনী নদীর তীরে আছড়ে পড়ে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলেই জানা গিয়েছে। কপ্টার ছিঁড়ে পড়ার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, মাঝ আকাশে এমআই-১৭ চপার। সেটির সঙ্গে চেন দিয়ে বাঁধা বিকল কপ্টার। আকাশেই এক সময় বাঁধন খুলে যায়। এর পরই বিকল কপ্টারটি আছড়ে পড়ে মন্দাকিনী নদীর ধারে। নদী তীরবর্তী বড় বড় পাথরের উপর আছড়ে পড়ায় টুকরো টুকরো হয়ে যায় বেসরকারি সংস্থা পরিচালিত ওই কপ্টারটি। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, কেদারনাথ ও গৌচরের মাঝে ভীমবালির কাছে লিঞ্চোলিতে দুর্ঘটনাটি ঘটেছে।এই ঘটনায় আতঙ্কিত কেদারনাথের তীর্থযাত্রীরা। আগস্ট মাসে উত্তরাখণ্ডে ভারী বৃষ্টি এবং অন্য দুর্যোগের কারণে পায়ে হেঁটে কেদার যাত্রা বন্ধ ছিল। পরিবর্তে তীর্থযাত্রীদের একটি অংশ চলতি মাসে হেলিকপ্টার চেপে কেদার ধামে পৌঁছোচ্ছিল। এমন আবহে শনিবার মাঝ আকাশ থেকে বিকল হয়ে যাওয়া হেলিকপ্টার ছিঁড়ে পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে।
TOP RELATED