Last Update
গণ অবস্থানে পাশাপাশি দেব-রূপা
টলিপাড়ার একটাই স্বর, ‘জাস্টিস ফর আর জি কর’। তাই তো একজোট হয়ে অভয়ার মৃত্যুর বিচারের দাবিতে সরব বাংলার তারকারা। আর জি করের নারকীয় ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার কিশোর কুমারের মূর্তি সংলগ্ন এলাকায় আর্টিস্ট ফোরামের গণ অবস্থান হয়। তাতেই পাশাপাশি দেখা যায় অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব এবং অভিনেত্রী তথা বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়কে।বৃষ্টিস্নাত সন্ধ্যাতেও টালিগঞ্জের প্রতিবাদ মঞ্চে দেখা যায় একাধিক তারকাকে। একদিকে যেমন সমুন্ত মুখোপাধ্যায়, অলকানন্দা রায়ের মতো বর্ষীয়ান তারকাকে দেখা যায়, অন্যদিকে চৈতি ঘোষাল, দিগন্ত বাগচী, দেবলীনা দত্ত, অর্জুন চক্রবর্তী, গৌরব চক্রবর্তীরা বিচারের দাবিতে সরব হন।ন্যায় না পাওয়া পর্যন্ত প্রতিবাদ চলবে বলেই জানান দেবলীনা দত্ত। ‘এর শেষ দেখে ছাড়ব’, বলেন অভিনেত্রী। নারী, শিশু ও পশু কেউ নিরাপদে নেই বলেই মনে করেন অভিনেত্রী। ঝাড়গ্রামের হাতি হত্যার ঘটনাও ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে সংবাদমাধ্যমে অভিযোগ জানান তিনি। আরজি করের ঘটনা দেখে এক জন সাধারণ মানুষ ও নাগরিক হিসেবে তিনি লজ্জিত বলেই জানান অর্জুন চক্রবর্তী। অভিনেতা মনে করেন এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। এমন অপরাধের জন্য কড়া আইন দরকার বলেও মনে করেন তিনি।
TOP RELATED