Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

ভক্তদের নিয়ে ব্লকবাস্টার বার্থডে পার্টি

ভক্তদের নিয়ে ব্লকবাস্টার বার্থডে পার্টি

Published on: Published on 2024-12-25 07:32 PM

Share on:

বড়দিনে টলিউডের বড় সুপারস্টারের জন্মদিন বলে কথা! ভক্ত সমাগম তো হবেই। মায়ানগরীর মন্নতের সিংহদুয়ারে জনঅরণ্যের ছবি এবার তিলোত্তমার ‘দেবনগরী’তে। বক্স অফিসে অশ্বমেধের ঘোড়া ছুটিয়ে বাংলা কমার্শিয়াল সিনেমার হৃতগৌরব পুনরুদ্ধার করে দেব এখন টলিউডের ‘রাজার রাজা’। আর টলিউডের সেই কিংয়ের বাড়ির সামনেই বুধবার জনঅরণ্য। উপলক্ষ্য দেবের জন্মদিন।প্রতিবার বড়দিন মানেই দেবের দিন। বুধবার ৪২-এ পা দিলেন তিনি। এবার ব্লকবাস্টার ‘খাদান’-এর সুবাদে সেই সেলিব্রেশন ডাবল। নিন্দুকরা ছবির মেকিং নিয়ে যতই হইচই করুক, শত্তুরের মুখে ছাই দিয়ে রিলিজের চারদিনেই চার কোটির গণ্ডি পেরিয়ে টলিউডের বক্স অফিস চাঙ্গা করেছেন দেব। সিনেমার এহেন গগনচুম্বী সাফল্যের মাঝেই জন্মদিনে দেবকে শুভেচ্ছা জানাতে উপচে পড়ল ভিড়। কেউ ফুল হাতে, কেউ প্ল্যাকার্ড হাতে গলা ফাটিয়ে শুধু একটাই স্লোগান- “শিরায় শিরায় রক্ত, আমরা দেবের ভক্ত…।” সম্প্রতি এই স্লোগানেই ‘সন্তান’ অভিনেতা ঋত্বিক চক্রবর্তী দেবের অনুরাগীদের ট্রোল করে নিজেই ফাঁপড়ে পড়েছিলেন। যদিও টলিউড সুপারস্টার এসবে কান না দিয়ে নজর রেখেছেন বক্স অফিসদেবের ফিল্মি কেরিয়ারে সবথেকে দ্রুত গতিতে একেক দিনে এক কোটির ঘরে প্রবেশ করা ছবি ‘খাদান’। নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন দেব। উল্লেখ্য, টলিউডের এখনও পর্যন্ত সর্বোচ্চ আয় করা সিনেমার রেকর্ড হোল্ডারও তিনি। ‘খাদান’ উপহার দিয়ে সেই তালিকায় নতুন মাইলস্টোন যোগ করলেন টলিউড সুপারস্টার। সূত্রের খবর, পাঁচ দিনে পাঁচ কোটির গণ্ডি ছুঁয়েছে ‘খাদান’। আর তাই তো অনুরাগীরা বলছেন, “যা যা বলে দে, জন্মদিনে দেব বক্স অফিস ভেঙেছে।” সকালে নিজের বাড়িতে জন্মদিন উদযাপনের পর সন্ধেবেলা প্রযোজনা সংস্থা সুরিন্দর ফিল্মস-এর অফিসে দেখা গেল দেবকে। অঙ্কের দিকে। আর জন্মদিনেই ‘খাদান’ দিয়ে নিজের ফিল্মি কেরিয়ারে নয়া রেকর্ড গড়ে ফেললেন দেব।

TOP RELATED