Last Update
দুর্ঘটনার আগেই বিস্ফোরণের শব্দ!
উত্তরপ্রদেশের গোন্ডায় ডিব্রুগড় এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ২ জনের। আহত বহু। চলছে উদ্ধারকাজ। এই পরিস্থিতিতে দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটির লোকো পাইলট দাবি করলেন, তিনি দুর্ঘটনার আগে বিস্ফোরণের আওয়াজ শুনতে পেয়েছেন।
রেল সূত্রে জানা যাচ্ছে ওই লোকো পাইলটের নাম ত্রিভুবন। এহেন দাবি সামনে আসতেই নড়েচড়ে বসেছে রেল। দুর্ঘটনার পিছনে কোনও রকম নাশকতামূলক ষড়যন্ত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে দুর্ঘটনার জন্য কাঠগড়ায় তুলেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে । এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘উত্তরপ্রদেশে চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেসের লাইনচ্যুত হওয়া আবারও প্রমাণ করে দিল মোদি সরকার কীভাবে রেল নিরাপত্তাকে বিপন্ন করে তুলেছে। শোকাহতদের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা এবং আহতদের প্রতি আমাদের উদ্বেগ ও প্রার্থনা রয়েছে।’ আর তার পরই তিনি কটাক্ষ করেছেন মোদি-অশ্বিনীকে। তাঁর খোঁচা, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রেলমন্ত্রী আত্মপ্রচারের কোনও সুযোগই ছাড়েন না। ওঁদের উচিত ভারতীয় রেলের এই দুর্দশার দায়স্বীকার করা।’
TOP RELATED