Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

দোলে কাছে পিঠে ভ্রমনের প্ল্যানিং, প্রকৃতির মাঝে এই জায়গায় ঘুরে আসুন

দোলে কাছে পিঠে ভ্রমনের প্ল্যানিং, প্রকৃতির মাঝে এই জায়গায় ঘুরে আসুন

Published on: Published on 2024-03-23 07:28 PM

Share on:

হোলির লম্বা ছুটি। সপ্তাহান্তে কোথায় বেড়াতে যাওয়া যায় তা নিয়ে অনেকেই প্ল্যানিং শুরু করে দিয়েছেন। যাঁরা কাছে পিঠে কোথাও যাওয়ার প্ল্যানিং করছেন তাঁদের জন্য সেরা ডেস্টিনেশন ঘরের কাছেই পাহাড়-জঙ্গলে ঘেরা এই নেচার ক্যাম্পে।এখানে নেচার ক্যাম্পের কটেজ থেকেই দেখা যায় পাহাড়-জঙ্গল। নানা রকমের নাম না জানা সব পাখির দেখা মেলে এখানে। চলে আসুন কলকাতার কাছেই এই অফবিট লোকেশনে। পাশের রাজ্য ওড়িশাতেই রয়েছে সিধামুলা নেচার ক্যাম্প। মহানদী পেরিয়ে যেতে হবে সেখানে।একরাতের সফরেই সেখানে পৌঁছে যাওয়া যাবে। গাড়িতেও নিজেরা চলে আসতে পারেন। পাহাড়-জঙ্গল-ঝরনার সহাবস্থান। রাত পেরিয়ে সকালে যেখানে গিয়ে পৌঁছবেন সেখানে মুহূর্তে প্রকৃতি পরিবর্তন হয়ে যাবে। মহানদীর গা ঘেঁসেই রয়েছে সিধামুলা পাহাড়। সেখানেই রয়েছে এই নেচার ক্যাম্প। সেকারণে মহানদীর উপরে সুদীর্ঘ ব্রিজ পেিরয়ে পৌঁছে যেতে হয় সেখানে।এখান থেকে সাতকোশিয়া ঘুরে আসা যায়। সেখানে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। মহানদীতে ঘুরতে ঘুরতে কুমীরের দর্শনও পেয়ে যেতে পারেন। আশপাশে মাছরাঙারা টুপ করে ডুব দিয়ে মাছ তুলে নিয়ে যায়। সে এক অনন্য দৃশ্য। মহানদীর এই প্রমোদ বিহারের পর চলে আসুন সিধামুলা নেচার ক্যাম্পে। জঙ্গলের মধ্য দিয়ে চলে গিয়েছে রাস্তা। ওড়িশার গ্রামের পরিবেশ মুগ্ধ করবে।এই নেচার ক্যাম্পে ওড়িশা ফরেস্ট ডিপার্টমেন্টের বাংলো রয়েছে। ছোট ছোট কটেজ থেকে প্রিমিয়াম কটেজও রয়েছে। ওড়িশা ফরেস্ট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে অনলাইনে বুকিং করা যায়। তাই আগে থেকে বুকিং করে আসা ভাল। এই নেচার ক্যাম্পের কটেজের ব্যালকনিতে দাঁড়াতে দেখা যায় মহানদীর বিস্তীর্ণ অংশ। সেই সঙ্গে দূরের পাহাড়। সে এক অসাধারণ সৌন্দর্য। এই নেচার ক্যাম্পেক চারপাশে বিস্তীর্ণ এলাকা। কাজেই যাঁরা দোলে একটু প্রকৃতির কোলে থাকতে চান তাহলে চলে আসুন এই অফবিট লোকেশনে।

TOP RELATED