Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

বিধ্বংসী আগুনে জ্বলছে দমদমের ঝুপড়ি, আতঙ্কে এলাকাবাসী

বিধ্বংসী আগুনে জ্বলছে দমদমের ঝুপড়ি, আতঙ্কে এলাকাবাসী

Published on: Published on 2024-04-13 07:08 PM

Share on:

এক্সপ্রেস কলকাতা ডেস্ক: দমদমে ফের অগ্নিকাণ্ড। দাউদাউ করে জ্বলছে একের পর এক ঘর। শনিবার দমদমের হনুমান মন্দিরের কাছে ছাতাকলের লাগোয়া ঝুপড়িতে ভয়ঙ্কর আগুন লাগে। আচমকাই একের পর এক বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এলাকাবাসী। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের পাঁচটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ।


শনিবার বেলা বারোটা নাগাদ দক্ষিণ দমদম পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের ছাতাকল মেলার মাঠ এলাকায় ঝুপড়িতে আগুন লাগে। প্রথমে একটি খাটালে আগুন লাগে। পরে সেই আগুন ছড়িয়ে পড়ে গোটা বসতিতে। একের পর এক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ শুরু হয়। তার ফলে মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ রূপ নেয়। প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজ শুরু করেন স্থানীয়রা। খবর দেওয়া হয় দমকলেও। একে একে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের পাঁচটি ইঞ্জিন। স্থানীয়দের অভিযোগ, বেশ কিছুক্ষণ পর দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। ততক্ষণে যা ক্ষতি হওয়ার তা হয়ে গিয়েছে।

ঘটনাস্থল থেকে যে ছবি সামনে এসেছে, তাতে দাউদাউ করে জ্বলছে একের পর এক ঘর। কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। চেষ্টা চালানো হলেও এখনও পর্যন্ত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি আগুনকে। জলা জমি থেকে বালতি করে জল নিয়ে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন স্থানীয়রাও। বস্তি এলাকায় দাহ্য পদার্থ থাকাতেই আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে বলে মনে করা হচ্ছে। এলাকায় প্লাস্টিকের স্তূপ জমা হয়ে রয়েছে। সেগুলিকে সরানো হচ্ছে, যাতে আগুন আরও ভয়ঙ্কর আকার ধারণ করতে না পারে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তাঁরা কাজে বেরিয়েছিলেন। খবর পেয়ে ছুটে এসে দেখেন দাউদাউ করে আগুন জ্বলছে। ওই বস্তিতে প্রায় ২ হাজারের বেশি ঘর ছিল বলে জানিয়েছেন তাঁরা। ভিতরে কেউ আটকে রয়েছেন কি না, সেই নিয়েও আশঙ্কা দেখা দিয়েছে। তবে মানুষ না থাকলেও, খাটালে ভিতরে গরু-বাছুর ছিল বলে জানা গিয়েছে। ঘিঞ্জি এলাকায় দমকলের ইঞ্জিন ঢুকতেও বেগ পেতে হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান দমদমের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী। তিনি বলেন, “আপাতত রক্ষা এবং উদ্ধার। খাটালও ক্ষতিগ্রস্ত হয়েছে শুনলাম। অনেকে নাকি খালে ঝাঁপ দিয়ে রক্ষা পেয়েছেন। কী করে হল, না হল, সেসব না হয় পরে তদন্ত হবে। আগে সুরক্ষার দিকে নজর দিতে হবে। এখানে রাজনীতি দেখবেন না কেউ। যতটা পারবেন উদ্ধার করুন।”

ঘটনাস্থল পরিদর্শনে যান দমকল মন্ত্রী সুজিত বসু। এছাড়া দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায় ও অদিতি মুন্সিও ঘটনাস্থলে পৌঁছন। রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু বলেন, “সকালেই খবর পাই আমরা। গাড়ির ব্যবস্থা করেছি। আধিকারিকরা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন। আমি নিজেও যাচ্ছি। আমাদের একটি রোবট রয়েছে। আগুন নেভাতে রোবটও পাঠিয়েছি। গাড়ি যদি ঢুকতে না পারে, রোবট ব্যবহার করা আগুন নেভানোর চেষ্টা হবে।” তৃণমূল সাংসদ সৌগত রায় জানিয়েছেন, কত জন ক্ষতিগ্রস্ত হয়েছেন, দেখা হচ্ছে। সেই মতো ব্যবস্থা করবে সরকার। ঘটনাস্থলে পৌঁছে সুজিত জানান, সব মিলিয়ে ১০টির উপর দমকল ইঞ্জিন পাঠানো হয়। রাস্তা সরু বলে ঢুকতে অসুবিধা হচ্ছিল। আমাদের দুই কাউন্সিলর রয়েছেন সকাল থেকেই। অফিসাররা রয়েছেন। ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে রাজ্য সরকার।

TOP RELATED