Last Update
প্রথমবার ডুরান্ড জিতল নর্থ ইস্ট
ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি মোহনবাগান ও নর্থ ইস্ট ইউনাইটেড। যুবভারতীতে ফের চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নামছে সবুজ-মেরুন ব্রিগেড। মোলিনার দল কি লক্ষ্যপূরণ করতে পারবে লক্ষ-লক্ষ সমর্থকের? অন্যদিকে নর্থ ইস্ট ইউনাইটেডের কাছে প্রথমবার ট্রফিজয়ের সুযোগ। গোটা টুর্নামেন্ট জুড়েও তারাও দুরন্ত ফুটবল খেলেছে।
শুভাশিসের টাইব্রেকার সেভ করলেন গুরমীত। ডুরান্ড জিতল নর্থ ইস্ট ইউনাইটেড।টাইব্রেকারে দুরন্ত গোল আজারাইয়ের। খেলার ফলাফল নর্থ ইস্টের পক্ষে ৪-৩। ডুরান্ড চ্যাম্পিয়ন নির্ধারিত পেনাল্টি শুট আউটে। টাইব্রেকারে স্বপ্নভঙ্গ মোহনবাগানের প্রথমবার ডুরান্ড জিতল নর্থ ইস্ট টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে মোহনবাগানকে হারিয়ে ডুরান্ড চ্যাম্পিয়ন হল নর্থ ইস্ট ইউনাইটেড।কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনালে জয় এসেছিল টাইব্রেকারে। শনিবার ডুরান্ড কাপ ফাইনালে নর্থইস্ট ইউনাইটেড এফসি-র বিরুদ্ধেও টাইব্রেকারে জয়ের আশায় ছিল মোহনবাগান সুপার জায়ান্ট। কিন্তু এবার আর জয় এল না। প্রথমার্ধে ২-০ এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে ২ গোল হজম করে টাইব্রেকারে হেরে গেল মোহনবাগান সুপার জায়ান্ট। নর্থইস্ট ইউনাইটেড এফসি এই প্রথম কোনও সর্বভারতীয় ট্রফি জিতল। মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে টাইব্রেকারে গোল করতে ব্যর্থ হন লিস্টন কোলাসো ও শুভাশিস বসু। এবারের ডুরান্ড কাপে প্রথমবার টাইব্রেকারে কোনও শটই সেভ করতে পারলেন না সবুজ-মেরুন দুর্গের বিশ্বস্ত প্রহরী বিশাল কাইথ। টাইব্রেকারে জোড়া শট সেভ করে নায়ক হয়ে গেলেন নর্থইস্ট ইউনাইটেড এফসি-র গোলকিপার গুরমিত সিং।
TOP RELATED