Last Update
ডুরান্ড কোয়ার্টার ফাইনালের সূচি ঘোষণা
নিরাপত্তার জন্য ডুরান্ড কাপের গ্রুপ পর্বের ডার্বি বাতিল করতে হয়েছে। এবার কলকাতা থেকে দুই প্রধানের ম্যাচও সরিয়ে দেওয়া হল। ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল-মোহনবাগান দুই দলই খেলবে কলকাতার বাইরে। যদিও প্রথমে ঠিক ছিল ডুরান্ডের নক আউটের সব ম্যাচই হবে কলকাতায়। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে নয়া সূচি ঘোষণা করল ডুরান্ড কমিটি।ডার্বি বাতিল হওয়ায় ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দুই দলই পেয়েছে এক পয়েন্ট করে। ফলে গ্রুপ থেকে শেষ আটে পৌঁছে গিয়েছে বাংলার দুই প্রধানই। কিন্তু ইস্টবেঙ্গল বা মোহনবাগান কারও ম্যাচই হচ্ছে না যুবভারতীতে। মোহনবাগানের খেলা হবে জামশেদপুরে। ইস্টবেঙ্গলের খেলা হবে শিলংয়ে।২১ অগস্ট থেকে শুরু হবে ডুরান্ডের কোয়ার্টার ফাইনালের খেলা। সেদিনই শিলং লাজং এফসির মুখোমুখি হবে ইস্টবেঙ্গল। সেই খেলা হবে সন্ধ্যা ৭টা থেকে শিলংয়ে। সে দিন দু’টি খেলা হবে। নর্থইস্ট ইউনাইটেড ও ইন্ডিয়ান আর্মি ম্যাচটি হবে বিকাল চারটে থেকে অসমের কোকরাঝাড়ে। ২৩ অগস্ট হবে বাকি দু’টি খেলা। ২৩ অগস্ট মুখোমুখি মোহনবাগান ও পাঞ্জাব। সেই খেলা বিকাল ৪টে থেকে হবে জামেশদপুরে। ওইদিন বেঙ্গালুরু এফসি বনাম কেরলা ব্লাস্টার্স ম্যাচটি হবে যুবভারতীতে।আপাতত দুই প্রধানের ম্যাচ কলকাতায় দেওয়া হচ্ছে না। তবে নক আউট পর্বের একটি ম্যাচ যুবভারতীতে হবে। পরবর্তীকালে সেমিফাইনাল পর্যায় নিয়ে কী সিদ্ধান্ত হয়, সেদিকে তাকিয়ে ফুটবলপ্রেমীরা।
ডুরান্ডের কোয়ার্টার ফাইনালের সূচি:
নর্থইস্ট ইউনাইটেড বনাম ইন্ডিয়ান আর্মি
২১ আগস্ট, বিকাল ৪টে, কোকরাঝাড়
ইস্টবেঙ্গল বনাম শিলং লাজং এফসি
২১ আগস্ট, সন্ধ্যা ৭টা, শিলং
মোহনবাগান বনাম পাঞ্জাব এফসি
২৩ আগস্ট, বিকাল ৪টে, জামেশেদপুর
বেঙ্গালুরু এফসি বনাম কেরলা ব্লাস্টার্স
২৩ আগস্ট, সন্ধ্যা ৭টা, যুবভারতী
TOP RELATED