Last Update
সন্দেশখালি মামলায় শেখ শাহজাহানের ভাইয়ের বিরুদ্ধে ইডির লুক আউট নোটিস জারি
এক্সপ্রেস কলকাতা ডেস্ক: সন্দেশখালিকাণ্ডে শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিন বিদেশে পালিয়ে যেতে পারে বলে আশঙ্কা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির। সেই কারণেই লুকআউট সার্কুলার জারি।
দেশের সমস্ত বিমানবন্দরকে সতর্ক করার জন্য সিরাজউদ্দিনের ছবি ও তাঁর সম্পর্কিত তথ্য বিমানবন্দর কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে। সতর্ক করা হয়েছে সীমান্ত এলাকার প্রশাসনকেও। ইডি-র দাবি, গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে আধিকারিকদের ওপর হামলার পর থেকেই উধাও শেখ সিরাজউদ্দিন। তাঁকে একাধিকবার নোটিস পাঠালেও সাড়া মেলেনি বলেও দাবি কেন্দ্রীয় এজেন্সির। ঘটনার প্রায় সাড়ে ৩ মাস পর এবার শেখ সিরাজউদ্দিনের নামে জারি হল লুকআউট সার্কুলার।
সব ঘটনার সূত্রপাত গত ৫ জানুয়ারি। জমি দখল করে ভেড়ি বানানো, সাধারণের উপর নির্যাতন-সহ একাধিক অভিযোগে ইতিমধ্যে ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শেখ শাহজাহান। রেয়াত করা হয়নি কেন্দ্রীয় বাহিনীর সদস্য, এমনকি সংবাদমাধ্যমের কর্মীদেরও। অভিযোগের তির ছিল শাহজাহানের অনুগতদের দিকে। বর্তমানে সাসপেন্ডেড তৃণমূল নেতা শাহজাহানের গ্রেফতারির দাবিতে তুমুল বিক্ষোভ দেখা দেয় এলাকায়। বিক্ষোভকারীদের অনেকেই ছিলেন মহিলা। জোর করে জমি দখল থেকে শুরু করে নারী নির্যাতনের মতো একের পর এক গুরুতর অভিযোগে সরব হন তাঁরা। ঘটনার ৫৬তম দিনে গ্রেফতার হন শেখ শাহজাহান। দাদার কুকর্মের দোসর হওয়ায় গ্রেপ্তার এক ভাই আলমগিরও। শাহজাহানের অপর ভাই সিরাজুদ্দিনও এসব কাজের সঙ্গে যুক্ত বলে মনে করছেন তদন্তকারীরা। তাই তাঁকেও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। কিন্তু এখনও পর্যন্ত সিরাজুদ্দিনের খোঁজ মেলেনি।
ইডির আশঙ্কা, বিদেশে পালিয়ে গিয়ে থাকতে পারেন তিনি। আর তাই মঙ্গলবার লুক আউট নোটিস জারি করা হল। যদি সে বাইরে পালিয়ে গিয়েও থাকে, তবে দেশে ফেরার চেষ্টা করলেও যাতে সীমান্ত বা বিমানবন্দরে তাঁকে চিহ্নিত করা যায়,তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সবরকম তথ্য দেওয়া হয়েছে ইডির তরফে।
TOP RELATED