Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

চিটফান্ড মামলার কিনারায় ফের সক্রিয় ইডি

চিটফান্ড মামলার কিনারায় ফের সক্রিয় ইডি

Published on: Published on 2024-11-26 06:01 PM

Share on:

চিটফান্ড মামলার কিনারা করতে ফের সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। মঙ্গলবার সকাল থেকে ফের কলকাতার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে তল্লাশি। সূত্রের খবর, ইডির চারটি দল দিকে দিকে অভিযানে নেমেছে। মূলত দক্ষিণ কলকাতা ও সেই সংলগ্ন শহরতলিতে ভুয়ো অর্থলগ্নি সংস্থার অফিসে তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। বছর সাত আগে অর্থ তছরূপের অভিযোগে এক চিটফান্ড সংস্থার মালিক ও তাঁর ছেলে গ্রেপ্তার হয়েছিল। সেই পুরনো মামলার কিনারা করতে আজ ফের ইডি অ্যাকশনে নেমেছে বলে সূত্রের খবর। এছাড়া ভিনরাজ্যেও চলে ইডি তল্লাশি।মঙ্গলবার ইডি আধিকারিকদের নিশানায় প্রয়াগ নামে এক ভুয়ো অর্থলগ্নি সংস্থা। এই সংস্থার ডিরেক্টর অভীক বাগচীর নিউ আলিপুরের বাড়িতে সকালে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি দল তল্লাশি চালায়। এছাড়া জোকার অফিসেও চলে অভিযান। দুই ঠিকানায় বিভিন্ন নথিপত্র ঘেঁটে আর্থিক দুর্নীতি সংক্রান্ত তথ্য হাতে পেতে চাইছে ইডি। এর আগে ২০১৭ সাল নাগাদ প্রয়াগের কর্ণধার ও তাঁর ছেলে গ্রেপ্তার হয় ইডির হাতে। সেই মামলার কিনারা করতে এই অভিযান কেন্দ্রীয় তদন্তকারীদের। দক্ষিণ কলকাতা সংলগ্ন শহরতলি এলাকায় প্রয়াগ গোষ্ঠীর একাধিক ফ্ল্যাটেও তল্লাশি চলে বলে খবর।এর আগে গত সপ্তাহে লটারি দুর্নীতির তদন্তেও শহরে সক্রিয় হয়ে উঠেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিভিন্ন ভাগে ভাগ হয়ে ইডির অফিসাররা কলকাতা ও মধ্যমগ্রামের একাধিক কারখানা, অফিসে তল্লাশি চালান। মধ্যমগ্রাম লাগোয়া মাইকেলনগর, এদিকে দক্ষিণ কলকাতার লেক গার্ডেন্স, লেক মার্কেটেও অভিযান চলে। ইডি সূত্রে খবর, এসব এলাকায় লটারি দুর্নীতির ঘাঁটি রয়েছে। কয়েকটি বিল্ডিং জুড়ে রমরমিয়ে চলেছে বেআইনি লটারির ব্যবসা।

TOP RELATED