Last Update
নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করায় অভিজিৎ গাঙ্গুলিকে সেনসর করল কমিশন!
এক্সপ্রেস কলকাতা ডেস্ক: ভোটের আগে বড় ধাক্কা। নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করার অপরাধে অভিজিৎ গাঙ্গুলীকে দোষী সাব্যস্ত করল জাতীয় নির্বাচন কমিশন। প্রকাশ্য সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অশালীন ভাষায় আক্রমণ করার অভিযোগে গত ১৭ মে তাঁকে নোটিস পাঠিয়েছিল কমিশন। জানিয়েছিল, বিজেপি প্রার্থী জবাব না-দিলে একতরফা পদক্ষেপ করা হবে। ২০ মে, সোমবার কমিশনকে জবাব দিয়েছিলেন অভিজিৎ। তারপর মঙ্গলবার বিকেল ৫টা থেকে তাঁকে 2৪ ঘণ্টার জন্য নির্বাচনী প্রচার থেকে বিরত থাকতে নির্দেশ জাতীয় নির্বাচন কমিশন। এই বিষয়ে বিজেপির সর্বভারতীয় জে পি নদ্দা কে চিঠি পাঠালো কমিশন।
উল্লেখ্য, সম্প্রতি হলদিয়ায় অভিজিতের করা একটি বক্তৃতার ভিডিয়ো প্রকাশ্যে আসে। সেই ভিডিয়োয় মুখ্যমন্ত্রীর উদ্দেশে অভিজিৎকে বলতে শোনা যায়, “রেখা পাত্র গরিব মানুষ লোকের বাড়িতে কাজ করে খায়, আমাদের প্রার্থী। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সুন্দরী নন, একটু বেশি সুন্দরী। সেই জন্য রেখা পাত্রকে ২ হাজার টাকায় কেনা যায়। একজন মহিলা আরেক জন মহিলা সম্পর্কে কী করে এই উক্তি করতে পারেন আমরা ভাবতেও পারি না। মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা তো! আমার মনে প্রশ্ন জাগে মাঝে মাঝে। মমতা বন্দ্যোপাধ্যায় তুমি কত টাকায় বিক্রি হও? তোমার হাতে তো ৮ লাখ টাকা গুঁজে দিলে একটা চাকরি দাও। তোমার হাতে ১০ লাখ টাকা গুঁজে দেয় এবং দিয়ে রেশন হাওয়া করে দেয় অন্য দেশে। ভারতবর্ষেই থাকে না সেই রেশন। তো তোমার দাম ১০ লাখ টাকা কেন?”
অভিজিতের এই মন্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে পরদিনই তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবিতে কমিশনের দ্বারস্থ হয়েছিল শাসকদল। সেই দাবি মেনে তমলুকে প্রার্থীকে শোকজ করে কমিশন। সোমবার তার জবাবও দিয়েছিলেন অভিজিৎ। তবে তাঁর উত্তরে সন্তুষ্ট নয় কমিশন। নির্বাচন কমিশনের কথায়, “দেশে সর্বোচ্চ সম্মান দেওয়া হয় মহিলাদের। বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য মহিলাদের সেই সম্মান অবক্ষয় করেছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শিক্ষাগত যোগ্যতা এবং যে কর্মক্ষেত্র থেকে তিনি এসেছেন, তাঁর কাছে এধরনের মন্তব্য অপ্রত্যাশিত এবং নিন্দনীয়।”
TOP RELATED