এক্সপ্রেস কলকাতা ডেস্ক: রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়, সোমবার রাহুল গান্ধী। পরপর দুদিনে তল্লাশি চালানো হল দুই বিরোধী নেতার হেলিকপ্টারে। তল্লাশি চালাল নির্বাচন কমিশনের ফ্লাইয়িং স্কোয়াড। নির্বাচন কমিশনের তরফ থেকে আগেই জানানো হয়েছিল, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন যে সমস্ত প্রার্থী, তাঁরা যদি হেভিওয়েটও হন, প্রত্যেকের নির্বাচনী খরচের ক্ষেত্রে কী কী পদক্ষেপ করা হচ্ছে, সে বিষয় নির্বাচন কমিশন নজরে রাখবে। রবিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারে তল্লাশি চলে। তা চালিয়েছিল আয়কর দফতর। এবার রাহুলের কপ্টারে তল্লাশি চালাল নির্বাচন কমিশনের বিশেষ স্কোয়াড।
আগামী ২৬ এপ্রিল কেরালার ২০টি আসনে ভোটগ্রহণ হবে। তার মধ্যেই রয়েছে অন্যতম গুরুত্বপূর্ণ আসন ওয়েনাড। আসন্ন লোকসভা নির্বাচনে (Lok Sabha 2024) ওয়ানড় থেকেই প্রতিদ্বন্দ্বিতা করছেন রাহুল। সেই জন্যই সোমবার নির্বাচনী প্রচারে যাচ্ছিলেন কংগ্রেস সাংসদ। সেখানে জনসভা ছাড়াও আরও অনেক কর্মসূচি রয়েছে তাঁর। কিন্তু ওয়ানড় যাওয়ার পথেই তামিলনাড়ুর নীলগিরিতে নামে রাহুলের কপ্টার। সেখানেই কপ্টারে তল্লাশি চালান নির্বাচনী আধিকারিকরা। স্থানীয় পুলিশ সূত্রে খবর, নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াডের সদস্যরা হেলিকপ্টারে তল্লাশি চালিয়েছেন রাহুলের কপ্টারে।
উল্লেখ্য, গতকালই তল্লাশি চালানো হয় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টারে। বেহালার ফ্লাইং ক্লাবে ট্রায়াল রানের সময় আচমকাই কপ্টার থামিয়ে আয়কর দপ্তরের (Income Tax) আধিকারিকরা তল্লাশি চালান বলে অভিযোগ। অভিষেকের নিরাপত্তা রক্ষীদের সঙ্গেও বাকবিতন্ডা হয় কেন্দ্রীয় সংস্থার আধিকারিকদের। এনিয়ে সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়ে অভিষেক বলেন, কপ্টারে কিছু পাওয়া যায়নি। পাশাপাশি তাঁর অভিযোগ, এনআইএ-র ডিজি ও এসপি-কে বদলের যে দাবি ছিল তৃণমূলের, তার পালটা হিসেবে তাঁর কপ্টার তল্লাশিতে কাজে লাগানো হচ্ছে কেন্দ্রীয় সংস্থাকে।
তবে এ নিয়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন, যেদিন কমিশনের ফুল বেঞ্চ দিল্লিতে প্রেস মিট করেছিল সেদিনই তারা বলেছিল রাজনৈতিক নেতারা যে চাটার্ড ফ্লাইট বা চপার ব্যবহার করবেন সেখানে তল্লাশি করা হবে। সেই দায়িত্ব আয়কর বিভাগকে দেওয়া হয়েছিল।