Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

ছবি প্রদর্শনে কমল খরচ,কমবে বাংলা সিনেমার টিকিটের দাম?

ছবি প্রদর্শনে কমল খরচ,কমবে বাংলা সিনেমার টিকিটের দাম?

Published on: Published on 2024-06-25 12:53 PM

Share on:

দীর্ঘদিন সোশাল মিডিয়ায় বাংলা ছবির পাশে দাঁড়ানোর একটা ট্রেন্ড চালু হয়েছে। বাংলা সিনেমাকে বাঁচাতে ইন্ডাস্ট্রির তারকাই একে অপরের পাশে দাঁড়ান। হলে এসে ছবি দেখার অনুরোধ করেন। অভিযোগ, অনেক সময়ই একইসঙ্গে বাংলার সঙ্গে ভাষার ছবি মুক্তি পেলে কোণঠাসা হয়ে যায় টলিপাড়া। মুক্তির কয়েকদিনের মধ্যেই হল থেকে গায়েব সিনেমা। ভালো স্টারকাস্ট, ভালো কনটেন্ট হওয়া সত্ত্বেও সিনেমাহলে বাংলা ছবির খুব অল্পদিনের জন্য ঠাঁই পায় বলেও দীর্ঘদিনের অভিযোগ। প্রোজেকশন সংস্থাগুলির সিদ্ধান্তে তালিকা থেকে বাদ পড়ল একটি অভিযোগ। সার্বিক ভাবে বাংলা ছবি প্রদর্শনের খরচ কিছুটা কমতে চলেছে।


পাটিগণিতের হিসেবে স্বল্প হলেও লাঘব হবে প্রযোজকদের ভার। কমবে খরচের বহর। এদিকে এমন সিদ্ধান্তের ফলে কমতে পারে সিনেমার টিকিটের দামও। এবিষয়ে ব্যারাকপুরের অতীন্দ্র সিনেমার কর্ণধার অচিন্ত্য সিংহ রায় বলেন,'২০০ টাকার টিকিটের দাম ৫০ টাকা কমিয়ে ১৫০ করা হচ্ছে'। দক্ষিণ কলকাতার নবীনা সিনেমায় অবশ্য টিকিটের দামে কোনও হেরফের হচ্ছে না বলে জানান কর্ণধার নবীন চৌখানি। একই পথে হেঁটে টিকিটের দাম অপরিবর্তিত রাখছে প্রিয়া সিনেমাও। সংস্থার তরফে কর্ণধার অরিজিৎ দত্তর কথায়, ‘টিকিটের দাম কমালে তো হলগুলোর ক্ষতি। এরকম চললে তো সিনেমা হলই বন্ধ হয়ে যাবে’।

সম্প্রতি ডিজিটাল প্রোজেকশন চার্জ এক তৃতীয়াংশ কমিয়েছিল UFO। এবার সেই পথে হাঁটল SVF। তাঁদের কিউব প্রোজেকশনের চার্জও সমান হারে কমানো হয়েছে। হার কমিয়েছে EMW-ও। এবিষয়ে ইমপার সভানেত্রী পিয়া সেনগুপ্ত বলেন, 'দু-তিন রকমের ডিজিটাল ফরম্যাট রয়েছে। UFO, QUBE ও EMW এই তিনটি ফরম্যাটে ছবি প্রদর্শিত হয়। UFO আমাদের সঙ্গে আগেই চুক্তিবদ্ধ হয়েছিল। কিউবের সঙ্গেও কথা চলছিল। কিন্তু, অ্যাক্রোপলিস মলে আগুন লাগার ঘটনায় পিছিয়ে যায়। ২৪ জুন,

TOP RELATED