Last Update
ফের জুটিতে অনিন্দ্য-শ্রুতি!
সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'X= প্রেম'-এ প্রথমবার জুটি বাঁধতে দেখা গিয়েছিল অভিনেত্রী শ্রুতি দাস ও অভিনেতা অনিন্দ্য সেনগুপ্তকে। ছবিতে তাঁদের জুটি হিট হলেও এরপর আর একসঙ্গে দেখা যায়নি তাঁদের। তবে এবার এল সুখবর। ফের জুটিতে দেখা যেতে চলেছে অনিন্দ্য-শ্রুতিকে।
কিন্তু কোনও ছবিতে নয়, কালার্স বাংলায় শুরু হতে চলা ১০০ দিনের টেলি সিরিজে দেখা যাবে এই জুটিকে। অনিন্দ্য ও শ্রুতি অভিনীত এই টেলি সিরিজের নাম 'বিপত্তারিণী ট্রাস্ট'। কমেডির মোড়কে এই গল্পে ফুটে উঠবে তিন প্রজন্মের কথা। গল্প এগোবে একটা পরিবারকে কেন্দ্র করে। সেই
পরিবারের ছেলের চরিত্রে অনিন্দ্য। শ্রুতি কীভাবে তাঁর সঙ্গে জুটি বেঁধে এই পরিবারের অংশ হন সেটাই দেখানো হবে এই টেলি সিরিজে। ইতিমধ্যেই শুরু হয়েছে শুটিং। নির্দিষ্ট কোনও স্টুডিওয় নয়, বরং বিভিন্ন জায়গায় শুটিং হবে এই সিরিজের। ১০০ দিনের এই টেলি সিরিজে বিভিন্ন ধরনের গল্পে, বিভিন্ন তারকাদের দেখা মিলবে। বহু ধারাবাহিকই অল্প দিনেই বন্ধ হয়ে যাচ্ছে এখন। তাই টেলি সিরিজকেই টেলিভিশনের ভবিষ্যৎ হিসেবে দেখছেন সমালোচকরা।
TOP RELATED