Last Update
১২ বছরের সংসার ভাঙছেন,দেবযানীর ধূমপান-মদ্যপানে অতিষ্ট ঋষি কৌশিক
লিপাড়ায় হলটা কী! ভরা শ্রাবণে একের পর এক বিচ্ছেদের সংবাদ। এবার সংসার ভাঙতে চলেছে চোট পর্দার জনপ্রিয় অভিনেতা ঋষি কৌশিকের। আজ থেকে ১২ বছর আগে দেবযানী চক্রবর্তীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেতা। কিন্তু, স্ত্রীয়ের বেশ কিছু 'কু-অভ্যাস' নাকি তিনি আর মেনে নিতে পারছেন না!
আর তা হল, ধূমপান-মদ্যপান। সামাজিক মাধ্যমে সে কথা 'বড় বড়' করে লিখেছেন ঋষি কৌশিক।
দিন দুয়েক আগেই সামাজিক মাধ্যমে দু'টি পোস্ট করেন ঋষি। সেখান থেকেই জল্পনা শুরু হয়। কারণ, একটি ছবিতে তিনি ও দেবযানী ছিলেন, আর একটি শুধুই অভিনেতার। ক্যাপশনে লেখা, বিষাক্ত মানুষদের বাদে পৃথিবী খুব সুন্দর! ভালোবেসে, প্রেম করে যাকে এক যুগ আগে বিয়ে করেছিলেন আজ সেই কৌশিকের কাছে 'বিষাক্ত'। এটাই বোধহয় সম্পর্কের সবচেয়ে অন্ধকার দিক।
কয়েকদিন ধরেই যীশু ও নীলাঞ্জনা সেনগুপ্তর বিচ্ছেদ নিয়ে আলোচনা চলছে বিনোদন মাধ্যমে। আর তা সত্যি হবার পথেও। ঋষি কৌশিকও যে আর দেবযানীর সঙ্গে সংসার করবেন তা একেবারেই স্পষ্ট। সাম্প্রতিক একটি পোস্টে কৌশিক একেবারে সবকিছু খোলসা করে লিখেছেন। এরপর আর ভাঙা সংসার জোড়ার সম্ভাবনা খুবই কম।
কৌশিক লিখেছেন, "আজ থেকে ১২ বছর আগে একটি ছেলে ও মেয়ের বিয়ে হয়। যদিও ছেলে ও মেয়েটির জীবনযাত্রা ছিল একেবারেই আলাদা। সেই কারণে মেয়েটিকে প্রথমে বিয়েও করতে চায়নি ছেলেটি। কিন্তু মেয়েটি নিজেকে বদলে ফেলার আশ্বাস দিয়েছিল। তাই রাজি হয়েছিল ছেলেটি। কিন্তু বিয়ের পর থেকে মেয়েটি নিজেকে বিন্দুমাত্র বদলানোর চেষ্টাও করেনি। ধূমপান, মদ্যপান, রাত্রে পুরুষ বন্ধুদের সঙ্গে পার্টি, একেই কি বলে আধুনিক নারী!"
সঙ্গে অভিনেতা তাঁর গল্পে আরও বলেছেন, ছেলেটি নাকি এই বিগত ১২ বছর ধরে বহুবার মানিয়ে নেওয়ার চেষ্টা করেছে। কিন্তু সম্ভব হয়নি। মেয়েটি বড় তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরতা, সেই কারণে তিনি নাকি ছেলেটিকে কথায় কথায় চাকরির খোঁটা দেন। ছেলেটির উপর সর্বক্ষণ নজরদারি চালান। কিন্তু আসলে খোঁজখবর কিছুই নেন না। ফলে, বোঝাই যাচ্ছে, এই কাহিনী একেবারেই ঋষি কৌশিকের ব্যক্তিগত কাহিনী। যদিও পোস্টে একবারও ঘুণাক্ষরেও দেবযানীর নাম নেননি অভিনেতা।
TOP RELATED