Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

১২৩ বছরে উষ্ণতম এবারের নভেম্বর

১২৩ বছরে উষ্ণতম এবারের নভেম্বর

Published on: Published on 2024-12-03 07:04 PM

Share on:

বিশ্ব উষ্ণায়ন নিয়ে দুশ্চিন্তার মেঘ রয়েছে। এল নিনোর দাপটে চলতি বছর পুড়েছে গোটা দুনিয়া। পশ্চিমের দেশেও এবার আবহাওয়ার খামখেয়ালিপনা ছিল বিশেষ লক্ষ্যনীয়। ভারতেও গ্রীষ্মে পারদ বেড়েছিল লাফিয়ে। আর এবার নতুন এক তথ্য সামনে আসছে। শতাব্দীর দ্বিতীয় উষ্ণতম মাস চলতি বছরের নভেম্বর। মৌসম ভবনের তরফ থেকে সেই কথাই জানানো হয়েছে।সদ্য নভেম্বর মাস শেষ হয়েছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে শীত কড়া নাড়ছে ভারতের বিভিন্ন প্রান্তে। উত্তর ভারত থেকে কনকনে হাওয়া ঢুকতে শুরু করেছে। পশ্চিমবঙ্গেও তাপমাত্রা নামতে শুরু করছে। তবে সদ্য বিদায় নেওয়া নভেম্বর মাসে ভারতে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার গড় অনেকটাই বেশি। দিনের সর্বোচ্চ তাপমাত্রাও বেড়েছে। সর্বোচ্চ তাপমাত্রা বেড়েছে ০.৬২ ডিগ্রি। সর্বনিম্ন তাপমাত্রা ১.০৫ ডিগ্রি বেড়েছে। এই তাপমাত্রার বৃদ্ধির হার যথেষ্ঠ উদ্বেগ বাড়িয়েছে আবহবিদদের। দিনের গড় তাপমাত্রা বেড়েছে ০.২৮ ডিগ্রি সেলসিয়াস।১৯০১ সাল থেকে গোটা শতকেও এই তাপমাত্রা বৃদ্ধি দেখেনি কোনও নভেম্বর। ২০০০ সালের পরও এতটা তাপমাত্রা বাড়তে দেখা যায়নি। এবার দ্বিতীয় উষ্ণতম নভেম্বরের সাক্ষী রইল ভারত। দেশের উত্তর পশ্চিম দিকে এই তাপমাত্রা বৃদ্ধি প্রভাব ফেলতে শুরু করেছে। আগামী দিনে কতটা প্রভাব ফেলবে, সেই নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। নভেম্বর মাস জুড়ে ভারতের বিভিন্ন জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রির বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল গড়ে প্রায় ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গতমাসে বঙ্গপোসাগর ও আরব সাগরে দুর্যোগ দেখা গিয়েছে। একাধিক ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। দুই সাগরের জলের তাপমাত্রা বাড়ছে। তার প্রভাবও পড়েছে ভারতের তাপমাত্রার উপরে।

TOP RELATED