Last Update
শুভমানকে যাচ্ছেতাই ভাষায় অপমান বিরাটের!
ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি বিরাট কোহলি। বিশ্বকাপ জয়ের পর টি-টোয়েন্টি ক্রিকেট থেকে রোহিত শর্মার সঙ্গে অবসর নিয়েছেন বিরাটও। ভবিষ্যতে তাঁর উচ্চতায় উঠবেন কোন তরুণ তুর্কি? অনেকেই তালিকার শুরুতে রাখছেন শুভমান গিলকে। কিন্তু গিলকে নিয়ে একটি ভিডিও আচমকাই ভাইরাল সোশাল মিডিয়ায়। যেখানে বিরাটের গলায় গিলের প্রশংসা নয়, শোনা যাচ্ছে ‘দুর্নাম’! যা দেখে নেটিজেনদের বক্তব্য, এআই ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে।সেখানে ঠিক কী রয়েছে সেই ভিডিওয়? বিরাটের গলায় শোনা যাচ্ছে, “অস্ট্রেলিয়া সফর থেকে ফিরে আসার পর আমি বুঝতে পারি, সফল হওয়ার জন্য কী করতে হয়। যখন আমি গিলকে দেখি তখন বুঝি প্রতিভাবান হিসেবে সফল হওয়ার প্রতিশ্রুতি দেওয়া আর কিংবদন্তি হওয়ার তফাৎ কোথায়? গিলের টেকনিক খুবই ভালো। কিন্তু আমাদের মতো হতে পারবে না। ও কোনও দিন বিরাট কোহলি হতে পারবে না। একটা জিনিস পরিষ্কার করে দিতে চাই। বিরাট কোহলি একজনই হয়।”এখানেই থামেনি সেই ভিডিও। বিরাটের গলায় আরও শোনা যায়, “আমি কঠিন পরিস্থিতিতে বিশ্বের সেরা বোলারদের মুখোমুখি হয়েছি। এক যুগ ধরে সেখানে সাফল্য পেয়েছি। মাত্র কয়েকটা ভালো ইনিংস খেললেই সেখানে যাওয়া যায় না। আমি যদি কোনওদিন ভুল সিদ্ধান্ত নিই, তাহলে বাইরে বসে সারাদিন অন্যের জন্য হাততালি দিতে রাজি। ভারতীয় ক্রিকেটে একজনই ভগবান। আর তার পরই আমি। গিলকে সেই জায়গায় যাওয়ার জন্য অনেক পথ যেতে হবে।”স্বাভাবিকভাবেই এই ভিডিও দেখে চমকে উঠেছেন ক্রিকেটভক্তরা। কারণ, কখনই অন্য ক্রিকেটারকে প্রকাশ্যে এভাবে সমালোচনা করেননি বিরাট। শুভমান গিলের সঙ্গে তাঁর সম্পর্ক বেশ ভালো। তাছাড়া সমর্থকরা তাঁকে ‘কিং’ বললেও, বিরাটের কাছে ক্রিকেটের ‘ভগবান’ শচীন। তার পরই ভক্তদের বক্তব্য, এই ভিডিওয় বিরাটের কথা এআই দিয়ে বানানো। সেটা নিয়েই চাঞ্চল্য পড়ে যায় নেটদুনিয়ায়।
TOP RELATED