Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

‘পরিচালক হিসেবে রাহুলকে চাই না’ দাবি টেকনিশিয়ানদের

‘পরিচালক হিসেবে রাহুলকে চাই না’ দাবি টেকনিশিয়ানদের

Published on: Published on 2024-07-28 10:22 AM

Share on:

নিজেদের সিদ্ধান্তেই অবিচল রইল ফেডারেশন। টলিপাড়ার কলাকুশলীদের ‘বঞ্চিত’ করে শুটিংয়ের বিরোধিতা করে জানিয়ে দেওয়া হল ফেডারেশনকে না জানিয়ে কাজ করলে অসহযোগিতার অধিকার অবশ্যই সংগঠনের আছে। টেকনিশিয়ানদের দাবি, ”আমাদের কেউ কাজ না করে চলে যাননি।”

কথা ছিল শনিবার থেকেই পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের ছবির শুটিং শুরু হবে। তবে এদিন সকাল সকাল শুটিং ফ্লোরে অভিনেতারা পৌঁছলেও, আসেননি টেকনিশিয়ানরা। জানা যায়, ফেডারেশনের তরফে পরিচালক হিসেবে রাহুলের উপর নিষেধাজ্ঞা না ওঠাতেই নাকি টেকনিশিয়ানদের এমন অনুপস্থিতি। এদিন বিকেলে ফেডারেশনের তরফে সাংবাদিকদের বলা হয়, এটা ফেডারেশনের আশ্রয়ে থাকা ২৬টি ইউনিয়নের রুটিরুজির প্রশ্ন। দৈনিক ৭ থেকে ৮ হাজার কলাকুশলী, যাঁরা ‘দিন আনি দিন খাই’ পরিস্থিতিতে কাজ করেন তাঁরা কাজে অসহযোগিতা করতে চাননি। তাঁরা কাজ করতেই চান। সুতরাং টেকনিশিয়ানরা কাজ না করে চলে গিয়েছেন এই তথ্য সত্যি নয়। টেকনিশিয়ানদের দাবি, ”’ফেডারেশনকে না জানিয়ে কাজ করলে অসহযোগিতার অধিকার নিশ্চয়ই আছে।
আমাদের কেউ কাজ না করে চলে যাননি।” সেই সঙ্গেই তাঁদের দাবি, ”পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে চাই না। উনি ক্রিয়েটিভ প্রোডিউসারই থাকুন। আইন মেনে কেউ শুটিং করলে আমরাও যোগ দিতে রাজি।”
প্রসঙ্গত, শুক্রবার পরিচালক সংগঠনের তরফে বৈঠকের পর দীর্ঘ বিবৃতি দিয়ে জানানো হয়েছিল পরিচালকের আসনে ফিরতে পারবেন রাহুল। কিন্তু সেটা বাধা পেল ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সিদ্ধান্তে। তাঁদের থেকে জানানো হয়েছে, রাহুলের বিরুদ্ধে যে চিঠি দেওয়া হয়েছে সেখানে অনৈতিকতা প্রসঙ্গ রয়েছে। পরিচালকের বক্তব্যে ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া সন্তুষ্ট হলেও ফেডারেশন নয়। 

TOP RELATED