Last Update
তৃতীয় মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট কবে?
তৃতীয় মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ আগামী ২৩ জুলাই। কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্তে সিলমোহর দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার বাজেট অধিবেশনের দিনক্ষণ জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু।
শনিবার এক্স হ্যান্ডেলে রিজিজু জানান, অষ্টাদশ লোকসভার প্রথম বাজেট অধিবেশন শুরু হবে আগামী ২২ জুলাই। ওইদিনই দুই কক্ষের অধিবেশন বসবে। ২৩ জুলাই লোকসভায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বাজেট নিয়ে আলোচনার জন্য অধিবেশন চলবে ১২ আগস্ট পর্যন্ত। নির্বাচনের বছর হওয়ার গত ফেব্রুয়ারিতে অর্থমন্ত্রী অন্তর্বর্তী বাজেট পেশ করেন। এবার গোটা বছরের পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন তিনি। এই নিয়ে টানা সাতবার বাজেট পেশ করবেন নির্মলা। প্রথম অর্থমন্ত্রী হিসাবে এই বিরল কীর্তি গড়তে চলেছেন তিনি। এর আগে মোরারজি দেশাই টানা ৬বার বাজেট পেশ করেছিলেন।এ পর্যন্ত কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার মূলত সংস্কারমুখী বাজেট পেশ করে এসেছে। ভোটের আগের বছরগুলিতে খয়রাতির পথেও হেঁটেছে কেন্দ্র। তৃতীয় মোদি সরকারের প্রথম বাজেট কেমন হতে পারে, আপাতত নজর সেদিকেই। আগামী বাজেটে সরকার নির্দিষ্ট কিছু ক্ষেত্রে ব্যক্তিগত আয়কর হার কমানোর কথা বিবেচনা করছে বলে সূত্রের খবর। এবার ভোগ-ব্যয় বাড়াতে নিম্ন আয়ের ব্যক্তিদের জন্য আয়কর কমানোর পথে হাঁটতে পারে কেন্দ্র।
TOP RELATED