Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

গার্ডেনরিচের রেল হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন!

গার্ডেনরিচের রেল হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন!

Published on: Published on 2024-04-16 08:18 PM

Share on:

এক্সপ্রেস কলকাতা ডেস্ক: আজ সাত সকালে গার্ডেনরিচে দক্ষিণ-পূর্ব রেলের বিএনআর হাসপাতালে অগ্নিকাণ্ড। আগুনের খবর পৌঁছতেই আতঙ্ক ছড়ায় রোগী এবং পরিবারগুলির মধ্যে। হাসপাতাল সূত্রে খবর, তিন তলায় চোখের অপারেশন কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। তারপরই দ্রুত খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন এসে এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানা গিয়েছে। এদিকে ততক্ষণে কর্তব্যরত আরপিএফ জওয়ানরা দ্রুত রোগীদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যান।


প্রসঙ্গত, গার্ডেনরিচে দক্ষিণ-পূর্ব রেলের এই হাসপাতাল, যা বিএনআর হাসপাতাল নামে অতি পরিচিত। প্রতিদিন প্রচুর রোগী আসেন এই হাসপাতালে চিকিৎসা করানোর জন্য। রিপোর্ট অনুযায়ী, আজ সকাল সাতটা নাগাদ আচমকাই তিন তলায় চোখের অপারেশন কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। তারপরই জওয়ানরা সেখানে ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। অন্যদিকে দমকলের কাছেও খবর পাঠানো হয়। এরপর দমকলের পাঁচটি ইঞ্জিন আসে ঘটনাস্থলে। দমকলকর্মীরা দক্ষতার সঙ্গে এক ঘণ্টার মধ্যে আগুন নিভিয়ে ফেলেন।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শট সার্কিট থেকে এই আগুন লেগে থাকতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ সম্বন্ধে নিশ্চিত করে কিছু জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে দমকল। আগুন লাগার বিষয়ে কর্তব্যরত আরপিএফ জওয়ান বলেন, “আগুন লাগার পরই আমরা রোগীদের সরিয়ে ফেলি। প্রায় দশ থেকে পনেরো রোগী ছিলেন। আমরাও চেষ্টা করছিলাম আগুন নেভানোর। তবে তা না হওয়ায় দমকলকে খবর দেওয়া হয়।”

এদিকে অগ্নিকাণ্ডের জেরে কোনও রোগী আহত হয়েছেন বলে খবর পাওয়া যায়নি। বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতিরও খবর প্রাথমিক ভাবে মেলেনি। যদিও চোখের অপারেশন থিয়েটারের যন্ত্রপাতি এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে মাত্র ১ ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় হাসপাতালের অন্যত্র তা ছড়িয়ে পড়েনি। এর ফলে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন অনেকেই।

TOP RELATED