Last Update
নাইট বিদায়ের ক্ষণে কলকাতাকে আবেগঘন বার্তা গম্ভীরের
তোমাদের হাসিতে, আমার হাসি। তোমাদের কান্নায় আমার কান্না।" বিদায়ের ক্ষণে আরও একবার কলকাতাকে একাত্মতার বার্তা দিয়ে গেলেন গৌতম গম্ভীর । হয়তো খানিক কাঁদিয়ে দিয়ে গেলেন সেই সব কেকেআর ভক্তদের, যারা তাঁকে ঘিরেই যাবতীয় স্বপ্ন বুনেছিলেন। বিশেষ ভিডিও বার্তায় কলকাতা নাইট রাইডার্সের বিদায়ী মেন্টর তথা ভারতীয় ক্রিকেট দলের হেডকোচ গৌতম গম্ভীর বলে গেলেন, "কলকাতা আমি তোমাদেরই লোক। এতদিন যেটা বেগুনি রংয়ের জন্য করতাম। সেটা এবার নীল রংয়ের জার্সির হয়ে সেটা করার সময় এসেছে। সময় এসেছে তেরঙ্গার জন্য নিজেকে সমর্পণ করার।"
TOP RELATED