এক্সপ্রেস কলকাতা ডেস্ক: রামনবমী প্রতি বছরই পালিত হয়। কিন্তু এবারের রামনবমী যেন একেবারেই অন্যরকম। দীর্ঘ ৫০০ বছরের অপেক্ষার পর ঘরে ফিরেছেন রামলালা। অযোধ্যায় তৈরি হয়েছে রাম মন্দির। সেখানে অধিষ্ঠিত হয়েছেন পাঁচ বছরের বালক রূপে রামলালা। আজ রাম নবমী। রামমন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠার পর এটাই প্রথম রাম নবমী। তাই গোটা দেশের নজর এখন অযোধ্যার দিকে। লক্ষ লক্ষ ভক্তের সমাগম আজ সেখানে। তাদের জন্য ভোর থেকেই মন্দিরের দরজা খুলে দেওয়া হয়েছে।
ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে রামলালার দিব্য অভিষেক। সকাল ১১টা ৫৮ থেকে ১২টা ৩ মিনিট পর্যন্ত রামলালার কপাল উজ্জ্বল হয়েছে সূর্য তিলকে। আইআইটি রুরকির বিজ্ঞানীরা সূর্য তিলকের জন্য একটি বিশেষ অপটো-মেকানিক্যাল সিস্টেম তৈরি করেছেন। দুপুর ১২টার একটু আগে মন্দিরের উপরের তলায় ইনস্টল করা একটি আয়নায় সূর্যের আলো পড়লে তা ঠিক ৯০ ডিগ্রিতে একটি পাইপের মাধ্যমে প্রতিফলিত হয়ে এসে রামলালার কপালে এসে পড়বে। নলের অন্য প্রান্তে দ্বিতীয় আয়না রাখা হবে। এই আয়না ব্যবহার করে সূর্যের রশ্মিকে আবার প্রতিফলিত করানো হবে। এর পরে এটি পিতলের নলের সাহায্যে আবার ৯০ ডিগ্রিতে প্রতিফলিত করানো হবে। এই সূর্য তিলকের মাপ হবে ৭৫ মিমি।
সূর্য অভিষেক শব্দটি এসেছে সূর্য ও অভিষেক থেকে। শ্রী রামচন্দ্র জন্ম নেন সূর্যবংশে। পরবর্তীকালে রাজা রঘুর নামানুসারে রঘুবংশ নামেও পরিচিত ছিলেন দশরথের বংশধরেররা। আর সেই কারণেই রামনবমীতে রামলালার কপালে শোভা পেয়েছে এই বিশেষ সূর্য তিলক।
জানা গিয়েছে, রামনবমীতে রামলালার জন্য 56 রকমের ভোগ প্রসাদ হিসেবে দেওয়া হচ্ছে৷ ৫০০ বছর পর এই প্রথমবার রাম মন্দিরে রাম চন্দ্রের জন্মোৎসব পালন করা হচ্ছে। স্বাভাবিক ভাবেই ভক্তদের উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে রয়েছে। মঙ্গলবার সাড়ে তিনটে নাগাদ ব্রাহ্মমুহূর্তে শুরু হয় রামনবমীর উদযাপনের প্রক্রিয়া। রামনবমী উপলক্ষে রামলালার দর্শনের সময় আগামিকাল 19 ঘণ্টা বাড়ানো হয়েছে৷ পুজো শুরু হয় মঙ্গল আরতি দিয়ে ও সেই সময় থেকে রাত 11টা পর্যন্ত রামলালার দর্শন করা যাবে। মাঝে পাঁচ মিনিটের জন্য পর্দা বন্ধ করা হয় রামলালাকে ভোগ নিবেদন করার জন্য। এরপরে, ভক্তরা আবার রামলালার দর্শন করতে পারবেন। এছাড়াও বড় পর্দায় চলছে লাইভ স্ক্রিনিং, পুরো পুজো অযোধ্যা জুড়ে এলইডি স্ক্রিনে দেখানো হচ্ছে।
উল্লেখ্য, এবার ভার্চুয়াল মাধ্যমে রামলালার সূর্যাভিষেক দেখলেন প্রধানমন্ত্রী। ভোটের প্রচারে এদিন নলবাড়িতে একটি জনসভায় যোগ দেন মোদী। সেখান থেকেই ট্যাবলেটের মাধ্যমে পুরো বিষয়টা দেখে তিনি এক্স মাধ্যমে লিখেছেন, 'নলবাড়ির সভার পর রামলালার সূর্যতিলক দেখলাম। কোটি কোটি ভারতবাসীর মতো এটা আমার জন্যও অত্যন্ত আবেগের বিষয়। অযোধ্যার এই রাম নবমী ঐতিহাসিক। এই সূর্য তিলক আমাদের জীবনে যেন শক্তি নিয়ে আসে, দেশকে যেন নতুন উচ্চতায় পৌঁছে দেয়।'