Last Update
ফের নিশানায় ভাইজান! বাড়ির সামনে চলল গুলি!
এক্সপ্রেস কলকাতা ডেস্ক: সাতসকালেই ভয়ঙ্কর খবর। বলিউডের সুপারস্টার সলমন খানের (Salman Khan) বাড়ির সামনে চলল গুলি। মুম্বইয়ের বান্দ্রায় গ্যালাক্সি অ্য়াপার্টমেন্টে থাকেন সলমন খান। এ দিন ভোর ৫টা নাগাদ হঠাৎই এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি এসে গুলি চালায় সলমনের বাড়ির সামনে। শূন্যে কয়েক রাউন্ড গুলি চালান ওই ব্যক্তি, এমনটাই খবর। গুলি চালানোর পরই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত।গুলির শব্দে ব্যাপক আতঙ্ক ছড়ায় এলাকায়। গোটা এলাকা এখন থমথম করছে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজগুলি খতিয়ে দেখে অভিযুক্তকে ধরার চেষ্টা করা হচ্ছে।
প্রসঙ্গত, বলিউডের সুপারস্টার সলমন খান গত বছর থেকেই একাধিক উড়ো হুমকি পাচ্ছেন। কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই ও তাঁর গ্যাং একাধিবার সলমন খানকে প্রাণে মারার হুমকি দিয়েছে। উল্লেখ্য, কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ উঠেছিল সলমন খানের বিরুদ্ধে। তারপর থেকেই সলমনকে নিজের শত্রু হিসেবে মানে লরেন্স বিষ্ণোই। শোনা যায়, বিষ্ণোইর হিট লিস্টে থাকা ১০ জনের মধ্যে সবার আগে সলমনের নাম রয়েছে। কিছুদিন আগেই ইদ ছিল। সেই সময় গ্যালাক্সির বাইরে এসে অনুরাগীদের সঙ্গে দেখাও করেন সলমন। কিন্তু তার পরই ঘটল এই ঘটনা। বিষ্ণোই গ্যাং-এর বার বার প্রাণনাশের হুমকির জেরে ইতিমধ্যেই বলিউডের ‘দাবাং’ খানের নিরাপত্তা বাড়িয়েছে মুম্বই পুলিশ। বুলেট প্রুফ গাড়িও কেনা হয়েছে। কিন্তু আচমকা এই ঘটনা চিন্তা বাড়িয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে বলে খবর।
সলমন ও তাঁর পরিবারের কাছ থেকে তোলা আদায় করার চেষ্টা চলছে। দেওয়া হয়েছে হুমকি চিঠি। সূত্রের খবর, হুমকি চিঠিগুলির নিচে ‘LB-GB’ লেখা থাকছে। মনে করা হচ্ছে লরেন্স বিষ্ণোইর নাম হিসেবে ‘LB’ লেখা হচ্ছে। আর ‘GB’ লেখা হচ্ছে কুখ্যাত গ্যাংস্টার গোল্ডি ব্রারের নামে। বিষ্ণোই গ্যাংয়ের সদস্য গোল্ডি। পাঞ্জাবী সংগীত শিল্পী তথা কংগ্রেস নেতা সিধু মুসেওয়ালা (Sidhu Moose Wala) হত্যাকাণ্ডের অন্যতম প্রধান অভিযুক্ত সে। পুলিশ সূত্রে খবর, সিধুর খুনের দায় স্বীকার করেছে কানাডার কুখ্যাত এই গ্যাংস্টার।
TOP RELATED