Last Update
অবশেষে বিবাহবিচ্ছেদের ঘোষণা হার্দিক-নাতাশার
হার্দিক-নাতাশার বিচ্ছেদের জল্পনা চলছিল গত কয়েক সপ্তাহ ধরে। অবশেষে সেই জল্পনার অবসান ঘটালেন তারকা ক্রিকেটার। ইনস্টাগ্রামে পোস্ট করে জানিয়ে দিলেন, তাঁর সঙ্গে নাতাশার বিচ্ছেদের গুঞ্জন সত্যি। একই পোস্ট করতে দেখা গিয়েছে নাতাশাকেও। কিন্তু যুগল জানিয়ে দিয়েছেন পুত্র অগস্ত্যকে একসঙ্গেই বড় করবেন তাঁরা।
সম্প্রতি দেখা গিয়েছিল নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে ‘পাণ্ডিয়া’ পদবি সরিয়ে নিয়েছেন নাতাশা। ইনস্টাগ্রাম থেকে হার্দিকের সঙ্গে নিজের সমস্ত ছবিও ডিলিট করে দেন তিনি। এর পর থেকেই বাড়তে থাকে গুঞ্জন। সত্যিই কি তাহলে শেষ তাঁদের সম্পর্ক? কিন্তু তা নিয়ে সরাসরি কিছু বলেননি দুজনের কেউই। এবার হার্দিক মুখ খুললেন। সোশাল মিডিয়ায় তাঁকে লিখতে দেখা গিয়েছে, ‘চার বছর একসঙ্গে থাকার পর নাতাশা ও আমি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। একত্রে থাকার সমস্ত রকম চেষ্টা করেছিলাম আমরা।’ এই সিদ্ধান্ত নেওয়া যে অত্যন্ত কঠিন ছিল তাও লিখেছেন হার্দিক। সেই সঙ্গে তাঁদের মধ্যে থাকা পারস্পরিক সম্মান, দাম্পত্য জীবনে সুখী থাকার বিষয়টিও উল্লেখ করেছেন তারকা অলরাউন্ডার। সেই সঙ্গেই উল্লেখ করেছেন অগস্ত্যর ভবিষ্যতের দিকটি। নাতাশা ও তিনি মিলে যে তাঁদের সন্তানকে বড় করে তুলবেন জানিয়ে হার্দিক লেখেন, ‘ওর খুশির জন্য আমাদের পক্ষে যা দেওয়া সম্ভব আমরা দেব।’ প্রায় একই বয়ান নাতাশার পোস্টটিরও।
টি-২০ বিশ্বকাপ জেতার পরও হার্দিক আর নাতাশাকে একসঙ্গে দেখা যায়নি। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতেও হার্দিককে একাই দেখা গিয়েছে। এর মধ্যেই এসপ্তাহে জানা যায়, ব্যাগপত্তর গুছিয়ে নাতাশা নাকি দেশ ছাড়ছেন। পাকাপাকিভাবে হার্দিকের থেকে দূরে যেতেই নাকি এই সিদ্ধান্ত। সেই গুঞ্জনই সত্যি হল। সকলকে নিজেদের সম্পর্কে ইতি টানা সম্পর্কে জানিয়ে দিলেন দুজনই।
TOP RELATED